চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪

সর্বশেষ:

শীতের তীব্রতা অনুভূত হবে ডিসেম্বরে

নিজস্ব প্রতিবেদক

১৭ নভেম্বর, ২০২৪ | ১১:২৬ পূর্বাহ্ণ

সারাদেশে শীতের আমেজ ধীরে ধীরে শুরু হয়েছে। যা বছরের এই সময়ের জন্য স্বাভাবিক। প্রতিবছর নভেম্বরের শেষ দিক থেকে হালকা ঠান্ডা অনুভূত হয় এবং ডিসেম্বরের শুরুতে তা আরও স্পষ্ট হয়ে ওঠে।

 

সারাদেশে তাপমাত্রা কমতে শুরু করেছে। একইসঙ্গে নদী অববাহিকা উত্তরবঙ্গ, সিলেট ও উপকূলীয় এলাকায় কুয়াশা পড়তে শুরু করেছে। পরবর্তী ৭২ ঘণ্টায় এই দুই লক্ষণ (তাপমাত্রা কমা ও কুয়াশা পড়া) আরও প্রকট হতে পারে। গতকাল আবহাওয়া অধিদপ্তর থেকে প্রকাশিত পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে।

 

আবহাওয়াবিদ মনোয়ার হোসেনের সই করা ওই পূর্বাভাসে বলা হয়েছে, শনিবার সকাল ৬টা থেকে সোমবার সকাল ৬টা পর্যন্ত সারাদেশে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে। এই সময়ে সারাদেশে রাত এবং দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে। আর ভোরের দিকে দেশের নদী অববাহিকায় হালকা কুয়াশা পড়তে পারে।

 

আবহাওয়াবিদ বলেন, নভেম্বরের শেষ সপ্তাহে রাতে ঠান্ডা অনুভূত হবে এবং দিনের তাপমাত্রা কমতে শুরু করবে। আর ডিসেম্বরের প্রথম সপ্তাহ ঢাকায় শীতের প্রকৃত অনুভূতি শুরু হতে পারে। আর জানুয়ারির মাঝামাঝি সময়ে সবচেয়ে বেশি ঠান্ডা পড়ার সম্ভাবনা রয়েছে বলেও জানিয়েছেন তিনি।

 

এদিকে, চট্টগ্রামের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলাসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সেসাথে ভোরের দিকে নদী অববাহিকা ও তৎসংলগ্ন এলাকায় হালকা কুয়াশা বিরাজ করতে পারে।

 

গতকাল চট্টগ্রামের তাপমাত্রা : গতকালের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২১ ডিগ্রি সেলসিয়াস।

 

আজকের সূর্যোদয় ও সূর্যাস্ত: আজ সূর্যোদয় হবে ভোর ৬টা ৭ মিনিটে এবং সূর্যাস্ত হবে সন্ধ্যা ৫টা ৯ মিনিটে।

 

জোয়ার-ভাটা : কর্ণফুলী নদীতে প্রথম ভাটা শুরু হবে রাত ১টা ৯ মিনিটে এবং প্রথম জোয়ার শুরু হবে সকাল ৮টা ৬ মিনিটে। দ্বিতীয় ভাটা শুরু হবে দুপুর ১টা ৩৪ মিনিটে এবং দ্বিতীয় জোয়ার শুরু হবে রাত ৮টা ১০ মিনিটে।

 

পূর্বকোণ/ইব

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট