চট্টগ্রাম মঙ্গলবার, ২১ জানুয়ারি, ২০২৫

সর্বশেষ:

নভেম্বরের শেষে নামবে শীত

নিজস্ব প্রতিবেদক

৫ নভেম্বর, ২০২৪ | ১১:৫২ পূর্বাহ্ণ

কার্তিক মাসের অর্ধেক চলে গেলেও দেশের অধিকাংশ স্থানে এখনো গরম কমেনি। যদিও দেশের উত্তর অংশে শীতের আগমনী বার্তা পাওয়া গেছে। আবহাওয়া অধিদপ্তরের দীর্ঘমেয়াদি পূর্বাভাসে বলছে, নভেম্বর মাসের শেষ দিকে শীত-শীত ভাব শুরু হতে পারে। তবে পুরোপুরি শীতের জন্য অপেক্ষা করতে হবে ডিসেম্বর পর্যন্ত।

 

অধিদপ্তরের তথ্য অনুযায়ী, অক্টোবরে দেশজুড়ে স্বাভাবিকের চাইতে ২৯ শতাংশ বেশি বৃষ্টিপাত হয়েছে। তবে, নভেম্বরে সামগ্রিকভাবে দেশে স্বাভাবিক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এ মাসে দিনে ও রাতের তাপমাত্রা ক্রমান্বয়ে কমতে থাকবে। তবে, অন্য সময়ের বা স্বাভাবিকের তুলনায় তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস বেশি থাকতে পারে।

 

এছাড়া নভেম্বর মাসে দেশের প্রধান নদ-নদীগুলোর স্বাভাবিক প্রবাহ বজায় থাকতে পারে বলেও পূর্বাভাসে জানিয়েছে অধিদপ্তর। এ মাসে সারাদেশে ভোররাত থেকে হালকা বা মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। সেই সঙ্গে নদী অববাহিকায় কোথাও-কোথাও মাঝারি বা ঘন কুয়াশা পড়তে পারে। তবে কুয়াশা পড়তে শুরু করলেও প্রকৃতিতে শীত পুরোপুরি নামবে ডিসেম্বরের দিকে। উত্তরাঞ্চলসহ দেশের কয়েকটি অঞ্চলে এরই মধ্যে শীতের আবহ দেখা দিয়েছে। ভোরে শিশিরের ছোঁয়াও দেখা যাচ্ছে প্রকৃতিতে।

 

এদিকে, চট্টগ্রামের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সেসাথে চট্টগ্রাম বিভাগের দু’এক জায়গায় হালকা বৃষ্টি হতে পারে। এছাড়া, ভোরের দিকে নদী অববাহিকা ও তৎসংলগ্ন এলাকায় হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। গতকাল সোমবার চট্টগ্রামের আবহাওয়ার পূর্বাভাসে এসব কথা বলা হয়েছে।

 

পূর্বাভাসে আরো বলা হয়, উত্তর/উত্তর-পূর্ব দিক হতে ঘণ্টায় ১০-১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে।

 

গতকাল চট্টগ্রামের তাপমাত্রা: সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৫ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। আজকের সূর্যোদয় ও সূর্যাস্ত: সূর্যোদয় হবে ভোর ৫টা ৫৯ মিনিটে এবং সূর্যাস্ত হবে সন্ধ্যা ৫টা ১৩ মিনিটে।

 

জোয়ার-ভাটা: কর্ণফুলী নদীতে প্রথম ভাটা শুরু হয় রাত ২টা ৩০ মিনিটে এবং প্রথম জোয়ার শুরু হবে সকাল ৯টা ১১ মিনিটে। দ্বিতীয় ভাটা শুরু হবে দুপুর ২টা ৫০ মিনিটে এবং দ্বিতীয় জোয়ার শুরু হবে সন্ধ্যা ৯টা ১৩ মিনিটে।

 

পূর্বকোণ/ইব

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট