চট্টগ্রাম সোমবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৪

সর্বশেষ:

বৃষ্টি বেড়ে মঙ্গলবার থেকে সারাদেশে গরম কমতে পারে

অনলাইন ডেস্ক

২৩ সেপ্টেম্বর, ২০২৪ | ২:৩৮ অপরাহ্ণ

বৃষ্টি বেড়ে মঙ্গলবার (২৪ সেপ্টম্বর) থেকে গরম কমতে পারে বলে আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

 

রবিবার (২২ সেপ্টেম্বর) বিকেলে পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরে একটি লঘুচাপ তৈরি হয়েছে বলে জানিয়েছেন আবহাওয়াবিদ ওমর ফারুক।

 

তিনি বলেন, এটি নিম্নচাপে রূপ নিতে পারে- এমন সম্ভাবনা এখনও দেখা যাচ্ছে না। তবে বৃষ্টি বাড়বে, দক্ষিণাঞ্চলে আজকে শুরু হয়েছে। এরপর সারাদেশেই বিস্তার লাভ করবে।

 

রবিবার সর্বোচ্চ ৩৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয় রংপুরে। ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ওঠে ৩৬ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াসে। এদিন ঢাকা, টাঙ্গাইল, ফরিদপুর, কিশোরগঞ্জ, নারায়ণগঞ্জ, সিলেট, ফেনী, যশোর, চুয়াডাঙ্গা জেলাসহ রংপুর, রাজশাহী ও ময়মনসিংহ বিভাগের উপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বইছিল।

 

সোমবার দেশের দক্ষিণাঞ্চলের গরম কমবে আর মঙ্গলবার থেকে সারাদেশের গরমই কমে আসবে বলে জানান আবহাওয়াবিদ ওমর ফারুক। তিনি বলেন, বৃষ্টি নেই, সূর্যের কিরণ বেশকিছুদিন ধরে খাড়াভাবে পড়ছে। যার কারণে গরম বৃদ্ধি পেয়েছে। তবে বৃষ্টি নামলে গরমও কমে আসবে।

 

পূর্বকোণ/মাহমুদ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট