চট্টগ্রাম শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪

বঙ্গোপসাগরে নিম্নচাপ, বুধবার থেকে বৃষ্টি বাড়ার সম্ভাবনা

নিজস্ব প্রতিবেদক

৯ সেপ্টেম্বর, ২০২৪ | ১:৫৩ অপরাহ্ণ

বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপটি গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। নিম্নচাপের প্রভাবে বুধবার (১১ সেপ্টেম্বর) থেকে বৃষ্টি বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

 

নিম্নচাপটি উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে ভারতের পুরীর কাছ দিয়ে উড়িষ্যা উপকূল অতিক্রম করতে পারে।

 

আবহাওয়াবিদ বজলুর রশিদ বলেন, “ নিম্নচাপের প্রভাবে ১১, ১২ ও ১৩ তারিখের দিকে বৃষ্টিপাত বাড়তে পারে তবে এটি ভারতের উড়িষ্যার দিকে চলে যাবে।”

 

এদিকে নিম্নচাপের কারণে সমুদ্রবন্দরগুলোকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত পাশাপশি সমুদ্রে থাকা সব মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।

 

আবহাওয়ার নিয়মিত বুলেটিনে বলা হয়েছে, সোমবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগে এবং রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও খুলনা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে বজ্রসহ বৃষ্টি হতে পারে।

পূর্বকোণ/পিআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট