চট্টগ্রাম শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪

সর্বশেষ:

ঘূর্ণিঝড় রেমাল: চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দর বন্ধ ঘোষণা

অনলাইন ডেস্ক

২৬ মে, ২০২৪ | ১১:৩৪ পূর্বাহ্ণ

বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় রেমালের কারণে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর আজ রবিবার (২৬ মে) দুপুর ১২টা থেকে রাত ৮টা পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়েছে। বিমানবন্দর কর্তৃপক্ষের এক কর্মকর্তা সাংবাদিকদের এ তথ্য জানান।

 

আজ রবিবার সকালে ঘূর্ণিঝড় রেমাল নিয়ে দেওয়া ১০ নম্বর বিশেষ বিজ্ঞপ্তিতে পায়রা ও মোংলা সমুদ্রবন্দরে ১০ নম্বর মহাবিপদসংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদপ্তর।

 

সেখানে বলা হয়েছে, চট্টগ্রাম ও কক্সবাজার সমুদ্রবন্দরে নতুন করে ৯ নম্বর বিপদসংকেত দেখাতে হবে। মহাবিপদসংকেত দেখাতে বলার পর বিমানবন্দর কর্তৃপক্ষ এ সিদ্ধান্ত নিয়েছে।

 

বিমানবন্দর কর্তৃপক্ষের ওই কর্মকর্তা জানান, ঘূর্ণিঝড় রিমাল মোকাবিলায় সর্বোচ্চ সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।

 

পূর্বকোণ/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট