চট্টগ্রাম শনিবার, ২৮ ডিসেম্বর, ২০২৪

সর্বশেষ:

ঝড়ো হাওয়াসহ বৃষ্টি হতে পারে চট্টগ্রাম বিভাগে

নিজস্ব প্রতিবেদক

৩০ এপ্রিল, ২০২৪ | ১২:০০ অপরাহ্ণ

চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও আজ মঙ্গলবার অস্থায়ী দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টিও হতে পারে। গতকাল সোমবার আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে এই তথ্য জানানো হয়েছে।

 

এদিকে নগরীর পতেঙ্গা আবহাওয়া কার্যালয়ের পূর্বাভাস কর্মকর্তা মো. আলী আকবর খান স্বাক্ষরিত আগামী ২৪ ঘণ্টার স্থানীয় আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলাসহ প্রধানত শুষ্ক আবহাওয়া বিরাজ করবে চট্টগ্রামে।

 

দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে এবং রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে। এছাড়াও দক্ষিণ, দক্ষিণ-পশ্চিম থেকে ঘণ্টায় ৬-১২ নটিক্যাল বেগে বাতাস বইতে পারে।

 

গতকাল নগরে সর্বোচ্চ তাপমাত্রা ৩৫ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৯ ডিগ্রি সেলসিয়াস ছিল। যা ৩ দশমিক ৪ থেকে ৫ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস বেশি।

 

আজকের সূর্যোদয় ও সূর্যাস্ত : আজ সূর্যোদয় হবে ভোর ৫টা ২১ মিনিটে এবং সূর্যাস্ত হবে সন্ধ্যা ৬টা ১৯ মিনিটে।

জোয়ার-ভাটা : কর্ণফুলী নদীতে প্রথম ভাটা শুরু হবে ভোর ৪টা ৪৪ মিনিটে এবং প্রথম জোয়ার শুরু হবে আজ সকাল ১০টা ৫৭ মিনিটে।

দ্বিতীয় ভাটা শুরু হবে বিকেল ৫টা ১০ মিনিটে এবং দ্বিতীয় জোয়ার শুরু হবে রাত ১১টা ৫৬ মিনিটে।

পূর্বকোণ/এসএ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট