চট্টগ্রাম শনিবার, ২৮ ডিসেম্বর, ২০২৪

সর্বশেষ:

চট্টগ্রামে আজও ভ্যাপসা গরমের আভাস

নিজস্ব প্রতিবেদক

২৬ এপ্রিল, ২০২৪ | ১১:৩২ পূর্বাহ্ণ

চট্টগ্রামে আজও থাকবে ভ্যাপসা গরম। এসময় অপরিবর্তিত থাকবে রাত ও দিনের তাপমাত্রা। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ ভারতের পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে।

 

তাপমাত্রার বিষয়ে বলা হয়েছে, সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে। জলীয় বাষ্পের আধিক্যের কারণে অস্বস্তি বিরাজ করতে পারে।

গতকাল চট্টগ্রামের তাপমাত্রা : সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪.৯ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৮.০ ডিগ্রি সেলসিয়াস।

আজকের সূর্যাস্ত ও সূর্যোদয় : সূর্যাস্ত হবে সন্ধ্যা ৬টা ১৭মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় হবে ভোর ৫টা ২৪ মিনিটে।

জোয়ার-ভাটা : কর্ণফুলী নদীতে প্রথম ভাটা শুরু হয় রাত ১টা ৫১মিনিটে এবং প্রথম জোয়ার শুরু হবে আজ সকাল ৮টা ২৭মিনিটে। দ্বিতীয় ভাটা শুরু হবে বেলা ২টা ৯ মিনিটে এবং দ্বিতীয় জোয়ার শুরু হবে রাত ৮টা ৩২ মিনিটে।

পূর্বকোণ/এসএ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট