চট্টগ্রাম বুধবার, ১৫ জানুয়ারি, ২০২৫

শীতে কাঁপছে চুয়াডাঙ্গা, কুড়িগ্রামে দেখা নেই সূর্যের

অনলাইন ডেস্ক

১৫ ডিসেম্বর, ২০২৩ | ১০:৪৮ অপরাহ্ণ

তীব্র শীতে কাঁপছে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সীমান্তবর্তী চুয়াডাঙ্গা জেলার মানুষ। প্রতিদিনই কমছে তাপমাত্রা। আজ শুক্রবার (১৫ ডিসেম্বর) এ জেলায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা ১০ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। বাতাসে আদ্রতা ছিল ৯২ শতাংশ। উত্তরের হিমেল বাতাসে তীব্র শীত অনুভূত হচ্ছে। এদিকে কনকনে ঠান্ডা আর ঘন কুয়াশায় বিপর্যস্ত কুড়িগ্রামের জনজীবন। 

জেলায় গত দু’দিন ধরে দেখা নেই সূর্যের। গতকাল দুপুর সাড়ে ১২টার দিকে কিছুক্ষণের জন্য সূর্যের দেখা মিললেও পরে তা আবার কুয়াশায় ঢাকা পড়ে। দিনের বেলায়ও হেডলাইট জ্বালিয়ে চলছে ছোট-বড় যানবাহন। কুড়িগ্রামের মোগলবাসা ও চিলমারী নৌবন্দরে ৩-৪ ঘণ্টা বিলম্বে চলাচল করছে নৌযান। 

 

 

পূর্বকোণ/আরআর/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট