চট্টগ্রাম শনিবার, ২৮ ডিসেম্বর, ২০২৪

আজ ও আগামী দুই দিনের আবহাওয়া যেমন থাকবে

অনলাইন ডেস্ক

১৭ অক্টোবর, ২০২৩ | ২:৪৪ অপরাহ্ণ

কয়েক দিন ধরে সারা দেশে শুষ্ক আবহাওয়া বিরাজ করছে। আজ ও আগামী দুই দিন আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকলেও আবহাওয়া শুষ্কই থাকবে। আর দিন ও রাতে এই তাপমাত্রা পরিবর্তনের কোনো সম্ভাবনা নেই। 

 

মঙ্গলবার (১৭ অক্টোবর)  আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

 

মঙ্গলবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সেই সঙ্গে ঢাকাসহ সারা দেশেই দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলেও জানানো হয়েছে।  একই রকম আবহাওয়া থাকার সম্ভাবনার তথ্য জানানো হয়েছে বুধ ও বৃহস্পতিবারও। 

 

গত ২৪ ঘণ্টায় দেশে সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে বদলগাছিতে ৫ মিলিমিটার। গতকাল দেশে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় খুলনায় ৩৪ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস এবং আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে তেঁতুলিয়ায় ২০ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।

পূর্বকোণ/পিআর 

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট