চট্টগ্রামসহ দেশের সিলেট, খুলনা ও বরিশাল বিভাগে বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব বিভাগে দুপুর ২টা ৩০মিনিট থেকে রাত ১২টার মধ্যে বৃষ্টিপাতের প্রবল সম্ভবনা রয়েছে। এছাড়া ঢাকা বিভাগের কিছু জেলায় বিকেলে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
মঙ্গলবার (২০ জুন) দুপুরে এমনটাই জানিয়েছেন আবহাওয়া ও জলবায়ু গবেষক মোস্তফা কামাল পলাশ।
তিনি আরও জানান, চট্টগ্রাম বিভাগের কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া বিকেল ৪ টার মধ্যে, নোয়াখালী ও ফেনীতে বিকেল ৪টা থেকে সন্ধ্যা ৭টার ভেতর; খাগড়াছড়ি ও রাঙামাটি জেলায় বিকেল ৫ টা থেকে রাত সাতটার মধ্যে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এদিকে দক্ষিণ চট্টগ্রাম ও বান্দরবানে বিকেল ৬টা থেকে রাত ৮ টার মধ্যে ও কক্সবাজার জেলায় সন্ধ্যা ৭টা থেকে রাত ১০টার মধ্যে বজ্রসহ বৃষ্টির সম্ভবনা রয়েছে।
এতে বলা হয়, চট্টগ্রাম বিভাগের বিভিন্ন জেলায় দুপুর আড়াইটা থেকে রাত দশটা, সিলেট বিভাগে বিকেল তিনটা থেকে সন্ধ্যা সাতটা, খুলনা বিভাগে দুপুর দুইটার পর থেকে বিকেল পাঁচটা ও বরিশাল বিভাগে বিকেল সাড়ে তিনটা থেকে সন্ধ্যা ছয়টার মধ্যে বৃষ্টিপাতের এ সম্ভাবনা রয়েছে।
পূর্বকোণ/এসি