চট্টগ্রাম শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪

চট্টগ্রামসহ সারাদেশে তিনদিন বৃষ্টির সম্ভাবনা

অনলাইন ডেস্ক

১৭ মে, ২০২৩ | ১:৩১ অপরাহ্ণ

চট্টগ্রামসহ সারাদেশে আগামী তিন দিন বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

বুধবার (১৭ মে) সংস্থাটির ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়।

আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, সিলেট, বরিশাল, রংপুর, ও ময়মনসিংহ বিভাগের অনেক জায়গায় আগামী শুক্রবার পর্যন্ত অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলা বৃষ্টি হতে পারে।

এদিকে বুধবার সকাল ১০টার দিকে ঢাকায় বৃষ্টি হয়েছে। সারা আকাশ মেঘে ঢেকে গিয়েছিল। তবে বর্তমানে আকাশ পরিষ্কার।

আবহাওয়াবিদ শাহীনুল ইসলাম জানান, আপাতত রাজধানীতে আর বৃষ্টির সম্ভাবনা নেই। এই মুহূর্তে নরসিংদী, কিশোরগঞ্জ, মুন্সীগঞ্জের মাওয়া ও জাজিরা এবং সিলেটে বৃষ্টি হচ্ছে। কিছুক্ষণ পর কুমিল্লা ও নোয়াখালীতে বৃষ্টি শুরু হতে পারে।

 

 

পূর্বকোণ/এসি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট