চট্টগ্রাম শুক্রবার, ১৯ ডিসেম্বর, ২০২৫

ফটিকছড়িতে গুপ্তচরবৃত্তির অপরাধে একজনকে ৭ দিনের কারাদণ্ড

ফটিকছড়িতে গুপ্তচরবৃত্তির অপরাধে একজনকে ৭ দিনের কারাদণ্ড

ফটিকছড়ি সংবাদদাতা

১৯ ডিসেম্বর, ২০২৫ | ১১:৫৬ পূর্বাহ্ণ

চট্টগ্রামের ফটিকছড়িতে গুপ্তচরবৃত্তির অপরাধে দিদারুল আলম (৩০) নামে একজনকে তথ্য সরবরাহকালে হাতেনাতে ধরে বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত করেছেন উপজেলা প্রশাসন।

 

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টায় উপজেলা সদর ভূমি অফিসের সামনে থেকে তাকে আটক করা হয়। ধৃত অপরাধীকে দণ্ডবিধি-১৮৬০ অনুযায়ী তাকে ৭ (সাত) দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নজরুল ইসলাম।

 

জানা গেছে, উপজেলাতে অবৈধভাবে মাটিকাটা ও বালু উত্তোলনের অভিযানে মালামাল উদ্ধার হলেও এ কাজে জড়িত অপরাধী ও ব্যবহৃত সরঞ্জাম জব্দ করা সম্ভব হচ্ছে না। অভিযানের খবর অপরাধীরা আগেভাগে অভিযানের খবর পেয়ে যাচ্ছে। এমন ধারণা থেকে নড়ে চড়ে বসে উপজেলা প্রশাসন।

 

জানতে চাইলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নজরুল ইসলাম বলেন, কিছুদিন ধরেই মাটিকাটা কিংবা বালু উত্তোলনের খবর পেয়ে অভিযানে গেলে অপরাধীদের ধরা যাচ্ছিল না। পরিবহন বা কর্তনের কাজে ব্যবহৃত সরঞ্জাম ঘটনাস্থলে পাওয়া যাচ্ছিল না। কিন্তু ঘটনাস্থল পরিদর্শনে বুঝা যায় যে, কিছুক্ষণ পূর্বেও মাটি কর্তনকারীরা ঘটনাস্থলে কার্যক্রম পরিচালনা করছিল। এতে সন্দেহ হয় যে, সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ে কেউ নজর রাখছে এবং অভিযানের খবর অপরাধীদের কাছে পূর্বেই পৌঁছে দিচ্ছে। সন্দেহ আরও দৃঢ় হয় যখন কয়েকদিন ধরে সন্ধ্যার পরপর সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ের আশেপাশে কিছু অপরিচিত লোকজনকে ঘুরঘুর করতে দেখা যায়। পরবর্তীতে আরও কিছু ঘটনায় এটি মোটামুটি নিশ্চিত হতে পারা যায়। এর প্রেক্ষিতে আজ বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে অভিযান চালিয়ে অপরাধীকে আটক করা হয়।

 

আটক অপরাধী স্বীকার করে যে, তিনি সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ে নজরদারি করেন এবং মাটি কর্তনকারীদের কাছে অভিযানের তথ্য পৌঁছে দেন। এর বিনিময়ে প্রতিরাতে  ৫’শ টাকা করে পান। এমন অপরাধ আমার সম্মুখে উদ্ঘাটিত হওয়ায় আসামি মো. দিদারুল আলমের স্বীকারোক্তির ভিত্তিতে দণ্ডবিধি-১৮৬০ অনুযায়ী তাকে ৭ (সাত) দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

পূর্বকোণ/পিআর 

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট