
পারিবারিক কলহের জেরে পিতাকে হত্যা করে লাশ ধানক্ষেতে মাটিচাপা দিয়ে রাখার অভিযোগে কক্সবাজারে এক পুত্রকে গ্রেপ্তার করেছে পুলিশ। মায়ের মৌখিক অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে ঘাতক ছেলেকে আটক করা হয় এবং মাটিচাপা দেওয়া নিহত পিতার মরদেহ উদ্ধার করা হয়।
ঘটনাটি ঘটেছে কক্সবাজার সদর উপজেলার খুরুশকুল ইউনিয়নের ২ নং ওয়ার্ডের ডেইলপাড়ায়। নিহত ব্যক্তির নাম মোহাম্মদ সৈয়দ (৫০) এবং অভিযুক্ত পুত্রের নাম মোহাম্মদ রফিক (২৪)।
পুলিশ জানিয়েছে, গত ১৫ সেপ্টেম্বর ভোর ৫টার দিকে পারিবারিক কলহের জের ধরে কাঠের টুকরা দিয়ে পিতাকে আঘাত করে হত্যা করে রফিক। এরপর পিতার মৃতদেহ বাড়ির পেছনের একটি ধানক্ষেতে মাটিচাপা দিয়ে রাখে। রফিকের মা মিনারা বেগম (৪৮) ভয়ে কাউকে কিছু জানাতে পারেননি। অবশেষে ১৬ সেপ্টেম্বর বিকেলে রফিক বাড়ি থেকে বের হয়ে গেলে তিনি প্রতিবেশীদের বিষয়টি জানিয়ে থানায় আসেন।
মায়ের দেওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ তাৎক্ষণিক ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করে এবং মাটিচাপা দেওয়া মরদেহটি খুঁজে বের করে। এরপর কক্সবাজার শহরের একটি এলাকা থেকে অভিযুক্ত পুত্র রফিককে আটক করা হয়।
কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াস খান জানান, এই নৃশংস হত্যাকাণ্ড এবং মৃতদেহ গোপন করার ঘটনায় নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
ওসি আরও বলেন, এই হত্যাকাণ্ডের পেছনে কারা জড়িত, তা তদন্ত করে দেখা হচ্ছে এবং পলাতক আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
পূর্বকোণ/আরআর/পারভেজ