চট্টগ্রাম রবিবার, ১৪ ডিসেম্বর, ২০২৫

সর্বশেষ:

ঢাকা বাইপাস এক্সপ্রেসওয়ে উদ্বোধন

ঢাকা বাইপাস এক্সপ্রেসওয়ে উদ্বোধন

অনলাইন ডেস্ক

২৫ আগস্ট, ২০২৫ | ১২:০৬ অপরাহ্ণ

বাংলাদেশের অবকাঠামো উন্নয়নের ক্ষেত্রে আরেকটি বড় অর্জন হলো পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ (পিপিপি) মডেলের অধীনে গাজীপুরে ঢাকা বাইপাস এক্সপ্রেসওয়ের ১৮ কিলোমিটার অংশের উদ্বোধন। রবিবার (২৪ আগস্ট) সড়ক পরিবহন ও সেতু বিষয়ক উপদেষ্টা ফওজুল কবির খান আনুষ্ঠানিকভাবে এই অংশের উদ্বোধন করেন। নতুন সড়কটি ঢাকা-টাঙ্গাইল ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়ককে সংযুক্ত করবে ফলে যাতায়াত সময় কমবে এবং যান চলাচলের সুবিধা বাড়বে।

 

পিপিপি কর্তৃপক্ষের মহাপরিচালক এ কে এম আবুল কালাম আজাদ বলেন, ‘ঢাকা বাইপাস প্রকল্প বাংলাদেশের পিপিপি কাঠামোর সাফল্যের প্রমাণ। সরকারি ও বেসরকারি খাতের যৌথ উদ্যোগে আমরা আধুনিক অবকাঠামো নির্মাণ করছি যা নাগরিকদের উপকারে আসবে এবং দীর্ঘমেয়াদী উন্নয়নকে ত্বরান্বিত করবে।”

 

সম্পূর্ণ উদ্বোধনের পর ঢাকা বাইপাস এক্সপ্রেসওয়ে রাজধানীর যানজট নিরসনে গুরুত্বপূর্ণ করিডর হিসেবে কাজ করবে এবং শিল্পাঞ্চল ও বাণিজ্যিক কেন্দ্রগুলোর সঙ্গে সংযোগ আরও মজবুত করবে। এই প্রকল্প পিপিপি কর্তৃপক্ষের সেই ভিশনকে আরও দৃঢ় করেছে, যার মাধ্যমে বাংলাদেশ দক্ষিণ এশিয়ার শীর্ষ পিপিপি বিনিয়োগ গন্তব্য হিসেবে নিজের অবস্থান দৃঢ় করছে।

পূর্বকোণ/পিআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট