চট্টগ্রাম রবিবার, ১৪ ডিসেম্বর, ২০২৫

সর্বশেষ:

চবিতে গাঁজাসহ ৫ শিক্ষার্থী আটক

চবিতে গাঁজাসহ ৫ শিক্ষার্থী আটক

চবি প্রতিনিধি

২২ জুলাই, ২০২৫ | ৩:৩৫ অপরাহ্ণ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) গাঁজা নিয়ে ৫ শিক্ষার্থীকে আটক করেছে প্রক্টরিয়াল বডি ও নিরাপত্তা বাহিনীর সদস্যরা। আটকদের মধ্যে একজন নারী শিক্ষার্থীও আছে।

 

সোমবার (২১জুলাই) রাত সাড়ে ৯ টায়  প্রক্টরিয়াল বডির পরিচালিত নিয়মিত অভিযানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবরেটরি স্কুলের ভবন থেকে তাদের আটক করা হয়েছে।

 

জানা যায়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবরেটরি স্কুলের ভবন থেকে তাদের আটক করা হয়েছে। আটকদের মধ্যে বহিরাগত দুইজন, বাকিরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী।

 

এবিষয়ে আটককৃত শিক্ষার্থী সানিলা জামিল জয়ী বলেন, ‘আমি আমার জুনিয়রদের নিয়ে ল্যাপটপে কাজ করছিলাম। পাশেই একদল ছেলে গাঁজা সেবন করছিল। প্রক্টরিয়াল টিমের উপস্থিতি টের পেলে তারা পালিয়ে যায়। তবে আমার পকেটে ১৫-২০ গ্রাম গাঁজা থাকলেও আমি তখন গাঁজা সেবন করছিলাম না।

 

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের সহকারি প্রক্টর অধ্যাপক ড. কোরবান আলী বলেন, ‘আমরা নিয়মিত টহলের সময় তাদেরকে গাঁজাসহ হাতেনাতে ধরি। আগামীকাল বিকাল সাড়ে তিনটায় তাদের নিয়ে প্রক্টর অফিসে আলোচনা হবে। তাদের নাম ও ঠিকানা লিখে নিয়ে আপাতত ছেড়ে দেয়া হয়েছে।’

পূর্বকোণ/পিআর/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট