চট্টগ্রাম রবিবার, ১৪ ডিসেম্বর, ২০২৫

সর্বশেষ:

খাগড়াছড়িতে সেনাবাহিনীর অভিযানে মগ লিবারেশন পার্টি সদস্যের মৃত্যু, আটক ১
প্রতীকী

সাতকানিয়ায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত নারীর মৃত্যু

নিজস্ব সংবাদদাতা, সাতকানিয়া

১৮ জুলাই, ২০২৫ | ১:২৮ অপরাহ্ণ

চট্টগ্রাম-কক্সবাজার রেললাইনের সাতকানিয়ায় রেলওয়ে ষ্টেশনের উত্তর পাশে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতনামা এক নারীর মৃত্যু হয়েছে।

শুক্রবার (১৮ জুলাই) সকালে উপজেলার ঢেমশা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের বারি সিকদার বাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

জানা যায়, ঢাকা থেকে কক্সবাজারের উদ্দেশ্যে ছেড়ে আসা কক্সবাজার এক্সপ্রেস শুক্রবার সকাল ৭ টার দিকে সাতকানিয়া রেলওয়ে ষ্টেশন অতিক্রম করে। সকাল ৮ টার দিকে কক্সবাজারের উদ্দেশ্যে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা সৈকত এক্সপ্রেস সাতকানিয়া রেলওয়ে ষ্টেশন অতিক্রম করে। মরদেহের অবস্থা দেখে স্থানীয়রা ধারণা করছেন, কক্সবাজার এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে ওই নারীর মৃত্যু হয়েছে।

স্থানীয় বাসিন্দা কামাল উদ্দিন বলেন, ট্রেনে কাটা পড়েছে শুনে রেললাইনে গিয়ে দেখি এক নারীর মরদেহ রেললাইনের উপর পড়ে আছে। মরদেহের অবস্থা দেখে আমরা ধারণা করছি প্রথম ট্রেনে কাটা পরে ওই নারীর মৃত্যু হয়েছে। কারণ কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের গতি অনেক বেশি। ওই নারীর মুখমন্ডল থেঁতলে যাওয়ায় এখনও পর্যন্ত পরিচয় সনাক্ত করা সম্ভব হয়নি।

সাতকানিয়া রেলওয়ে ষ্টেশনের ষ্টেশন মাস্টার রতন কান্তি দাশ বলেন, শুক্রবার সকাল ৯ টার দিকে দুর্ঘটনার খবর পেয়ে রেলওয়ে পুলিশকে জানানো হয়েছে। সকালে কক্সবাজার এক্সপ্রেস ও সৈকত এক্সপ্রেস কক্সবাজারের উদ্দেশ্যে সাতকানিয়া রেলওয়ে স্টেশন ত্যাগ করেছে। তবে কোন ট্রেনে কাটা পড়ে ওই নারীর মৃত্যু হয়েছে তা এখনও নিশ্চিত করে বলা যাচ্ছে না।

চট্টগ্রাম রেলওয়ে থানা পুলিশ পরিদর্শক (নিঃ) এসএম শহীদুল ইসলাম বলেন, সাতকানিয়া ঢেমশা এলাকায় ট্রেনে কাটা পড়ে এক নারীর মৃত্যু হয়। আমরা লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিআইডিতে পাঠিয়েছি। ফিঙ্গারপ্রিন্ট এর মাধ্যমে পরিচয় শনাক্ত করে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

 

পূর্বকোণ/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট