চট্টগ্রাম সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫

সর্বশেষ:

চট্টগ্রামে আরও ১২ জনের করোনা শনাক্ত
প্রতীকী

চট্টগ্রামে আরও দুজনের করোনা শনাক্ত

অনলাইন ডেস্ক

১২ জুন, ২০২৫ | ৮:৫৩ অপরাহ্ণ

চট্টগ্রামে নতুন করে আরও দুজনের করোনা শনাক্ত হয়েছে। আজ বৃহস্পতিবার সিভিল সার্জন কার্যালয় থেকে এ তথ্য জানানো হয়েছে।

সন্ধ্যায় পাঠানো সর্বশেষ ২৪ ঘণ্টার প্রতিবেদনে বলা হয়, ৪৯ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে দুজনের করোনা পজিটিভ পাওয়া যায়। নগরের এপিক হেলথ কেয়ারে তাদের করোনা শনাক্ত হয়। এ নিয়ে গত এক সপ্তাহে চট্টগ্রামে সাতজনের করোনা শনাক্ত হলো।

সূত্র জানায়, চট্টগ্রামে সরকারি হাসপাতাল, বিশেষ করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) ও বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশার্স ডিজিজেসে (বিআইটিআইডি) আরটিপিসিআর পরীক্ষা শুরু করা যায় নি। কিট ও কর্মীর সংকটে এটা বিলম্বিত হচ্ছে।

পূর্বকোণ/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট