চট্টগ্রামের বাঁশখালী মোটরসাইকেল চুরি করে পালানোর সময় মো. ইসমাইল (৩২) নামে এক চোরকে ধরে পুলিশের দিয়েছে জনতা। এ ব্যাপারে মোটরসাইকেলের মালিক আরিফুর রহমান (২৫) বাদী হয়ে মামলা দায়ের করেন।
সোমবার (২৪ মার্চ) সকাল ১০টার দিকে কৃষি অফিসের সামনে থেকে মো. ইসমাইল (৩২) গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ইসমাইল চকরিয়া উপজেলার পশ্চিম বড় ভেওলা ইউনিয়নের দরবেশ কাটার আক্তার পাড়ার মো. নাসির উদ্দিনের ছেলে।
পুলিশ জানায়, আরিফুর রহমান তার ব্যবহৃত মোটরসাইকেল নিয়ে আদালতে মামলার জন্য আইনজীবীর সাথে পরামর্শ করতে যান। সকাল ১০টার দিকে এই সুযোগে মোটরসাইকেল চোর মো. ইসমাইল নকল চাবি দিয়ে গাড়ি চালু করে পালাতে চেষ্টা করে। কিছু দূর যাওয়ার পর জনতা ধাওয়া করে চুরি করা মোটরসাইকেলসহ ধরে পিটুনি দিয়ে পুলিশে দেয়।
বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, চকরিয়ায় মোটরসাইকেল চুরি করে পালানোর সময় ইসমাইল নামে একজনেকে জনতা আটক করে আমাদের হাতে সোপর্দ করেছে। তার কাছ থেকে একটি মোটরসাইকেল ও একটি ছোরা উদ্ধার করা হয়েছে। তার বিরুদ্ধে মামলা দায়েরর পর আদালতে পাঠানো হয়েছে।
পূর্বকোণ/পিআর