তিন দশক পর ‘নতুন রূপ’ পাচ্ছে নগরের পাঁচলাইশ হিলভিউ আবাসিক এলাকার ১ নম্বর সড়ক। দীর্ঘদিনের আইনি জটিলতা কাটিয়ে সম্প্রতি অভিজাত এই আবাসিকের প্রধান সড়কটির সংস্কার কাজ শুরু হয়েছে। এর মধ্য দিয়ে ৩০০টির বেশি প্লট নিয়ে গড়ে উঠা হিলভিউ আবাসিকের প্রায় পাঁচ হাজার বাসিন্দার নিত্যদিনের দুর্ভোগ শেষ হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।
স্থানীয়রা জানান, হিলভিউ আবাসিকে যাতায়াতের জন্য ৩টি সড়ক রয়েছে। এরমধ্যে ২ নম্বর ও ৩ নম্বর সড়ক সরু। এ কারণে স্বাচ্ছন্দ্যে যাতায়াতের জন্য ১ নম্বর সড়কই ব্যবহার করেন সবাই। তবে সড়কটির মালিকানা নিয়ে বাংলাদেশ ব্যাংকের সঙ্গে আইনি জটিলতা তৈরি হওয়ায় প্রায় তিন দশক সেটি সংস্কার করা যায়নি। এতে ভোগান্তিতে পড়েন আবাসিকের বাসিন্দারা।
দীর্ঘদিনের এই ভোগান্তি দূর করতে জটিলতা নিরসনের উদ্যোগ নেন হিলভিউ আবাসিক এলাকা কল্যাণ সমিতির সভাপতি এমএ বক্কর। তার প্রচেষ্টায় বাংলাদেশ ব্যাংক, চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক) ও সমিতির মধ্যে একটি সমঝোতা হয়। এতে সড়কটির মালিকানায় বাংলাদেশ ব্যাংক, রক্ষণাবেক্ষণে চসিক এবং ব্যবহারকারী আবাসিকের বাসিন্দারা থাকবেন বলে সিদ্ধান্ত হয়।
হিলভিউ আবাসিক এলাকা কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম বলেন, তিন পক্ষকে নিয়ে একটি সমঝোতায় আসা কঠিন কাজ ছিল। ঢাকা-চট্টগ্রাম দৌড়াদৌড়ি, বাংলাদেশ ব্যাংক ও চট্টগ্রাম সিটি কর্পোরেশন কর্তৃপক্ষসহ সবার সঙ্গে সমন্বয় করে কাজটি করতে লেগে ছিলেন সমিতির সভাপতি মহোদয়। যার ফল এখন আমরা পাচ্ছি। তার প্রতি কৃতজ্ঞতার শেষ নেই।
এ কাজে ওতপ্রোতভাবে জড়িত সমিতির সহ-সভাপতি ইরফান আলম জানান, ভাঙাচোরা ১ নম্বর সড়ক ও জীর্ণ বেড়ার মসজিদটি আমাদের আবাসিকের প্রধান সমস্যা ছিল। তবে সভাপতি মহোদয়ের বলিষ্ঠ নেতৃত্বে জটিলতা কাটিয়ে সড়কটি এখন সংস্কার হচ্ছে। এ জন্য তার প্রতি আবাসিকের বাসিন্দারা চিরকৃতজ্ঞ। মসজিদটিও দ্রুত নতুন রূপ পাবে বলে আমরা আশাবাদী।
সমিতির সভাপতি এমএ বক্কর বলেন, সভাপতি হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকেই আমার অঙ্গীকার ছিল-সব জটিলতা নিরসন করে ১ নম্বর সড়কটি সংস্কার করবোই। সেই অঙ্গীকার রাখতে পেরে মহান আল্লাহর দরবারে শোকরিয়া জানাচ্ছি। পাশাপাশি এই কাজে সর্বাত্মক সহায়তা করায় সিটি কর্পোরেশন, বাংলাদেশ ব্যাংক কর্তৃপক্ষসহ সংশ্লিষ্ট প্রত্যেকের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি।
মেয়র পরিদর্শন করবেন আজ:
এদিকে আজ শুক্রবার দুপুরে হিলভিউ আবাসিক এলাকার ১ নম্বর সড়ক সংস্কারসহ বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম পরিদর্শন করবেন সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন। এ সময় তিনি আবাসিক এলাকার বাসিন্দাদের সঙ্গে মতবিনিময় করবেন।
পূর্বকোণ/ইব