চট্টগ্রাম বুধবার, ৩০ অক্টোবর, ২০২৪

সর্বশেষ:

আগামী সপ্তাহে তুলে নেয়া হচ্ছে বান্দরবানে পর্যটক ভ্রমণে নিষেধাজ্ঞা

বান্দরবান প্রতিনিধি

৩০ অক্টোবর, ২০২৪ | ২:২০ অপরাহ্ণ

পার্বত্য জেলা বান্দরবানে পর্যটকদের ভ্রমণের উপর নিষেধাজ্ঞা তুলে নেওয়া হচ্ছে আগামী সপ্তাহে। ১ নভেম্বর রাঙামাটি, ৫ নভেম্বর খাগড়াছড়ি ও ১০ নভেম্বরের মধ্যে বান্দরবানে পর্যটকদের ভ্রমণে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন বান্দরবানের জেলা প্রশাসক শাহ মুজাহিদ উদ্দিন।

 

বুধবার (৩০ অক্টোবর) সকালে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে পর্যটনসংশ্লিষ্ট ব্যবসায়ী ও স্টেকহোল্ডারদের নিয়ে আয়োজিত এক মতবিনিময় সভায় জেলা প্রশাসক এসব তথ্য জানান। সভায় পুলিশ সুপার মো. শহীদুল্লাহ কাউছারসহ নিরাপত্তা বাহিনীর কর্মকর্তা ও পর্যটনসংশ্লিষ্ট ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।

 

সংশ্লিষ্টরা জানিয়েছেন, প্রথমদিকে সীমিত আকারে পর্যটনকেন্দ্রগুলোতে পর্যটকরা যাতায়াত করতে পারবেন। পরবর্তীতে পরিস্থিতি স্বাভাবিক হলে পুরো বান্দরবান জেলা খুলে দেওয়া হবে পর্যটকদের জন্য।

 

এর আগে গত ৭ অক্টোবর বান্দরবান, রাঙামাটি এবং খাগড়াছড়ি জেলা প্রশাসন থেকে বিজ্ঞপ্তি দিয়ে ৮-৩১ অক্টোবর তিন জেলায় পর্যটক ভ্রমণে নিষেধাজ্ঞা দেয়। পাহাড়ে সাম্প্রতিক সংঘাতময় পরিস্থিতিতে পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত ও অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে প্রশাসন এ নিষেধাজ্ঞা জারি করে।

 

দীর্ঘ এক মাস ভ্রমণ নিষেধাজ্ঞা থাকায় পর্যটনসংশ্লিষ্ট ব্যবসায়ীরা লোকসানের মুখে পড়েছেন বলে তারা জানিয়েছেন। সেই সাথে বান্দরবানে বেশকিছু হোটেল-রিসোর্ট লোকসানের মুখে পড়ে ইতোমধ্যে বন্ধ হয়ে গেছে।

 

পূর্বকোণ/মাহমুদ

শেয়ার করুন