চট্টগ্রাম বুধবার, ১৫ জানুয়ারি, ২০২৫

কার সাথে গেল-কোথায় গেল কিশোরটি?

স্কুলের উদ্দেশ্যে বেরিয়ে নিখোঁজ স্কুলছাত্র তাসনিম

নিজস্ব প্রতিবেদক

১২ সেপ্টেম্বর, ২০২৪ | ১০:৫১ অপরাহ্ণ

নগরীর নাসিরাবাদ হাউজিংয়ের পিনাকল চার্টার্ড স্কুল এন্ড কলেজের নবম শ্রেণির এক শিক্ষার্থী স্কুলের উদ্দেশ্যে বাসা থেকে বের হয়ে নিখোঁজ হয়েছে। ১৫ বছর বয়সী নুজহাত আলম তাসনিম নামের ওই শিক্ষার্থী গত বুধবার সকালে বাসা থেকে স্কুলে যাওয়ার উদ্দেশ্যে বের হয়। তবে সে স্কুলে পৌঁছায়নি। এর মাঝ পথেই সে নিখোঁজ হয়। তার বাসা পাঁচলাইশ থানাধীন পশ্চিম ষোলশহর আতুরার ডিপোর তাহেরা আবাসিকের ফেরদৌস মঞ্জিলে।
শিক্ষার্থীর বাবা মো. মাহবুবুল আলম জানান, বুধবার সকালে নুজহাত স্কুলের পোশাক পরে স্কুলে যাওয়ার জন্য বের হয়। তবে স্কুল থেকে বাসায় ফেরার নির্ধারিত সময় পার হলেও সে বাসায় আসেনি। তার স্কুলে গিয়ে জানা যায় সে বুধবার স্কুলেই যায়নি। কিন্তু বাসা থেকে বের হয়ে সে কোথায় গেল তাও জানা যায়নি। আমরা সব আত্মীয় স্বজন ও তার বন্ধুদের বাসায়ও খোঁজ নিয়েছি। কিন্তু কোথাও তাকে পাওয়া যায়নি। নুজহাত শান্ত স্বভাবের ছেলে। কারো সাথে তার কোন বিরোধও নেই। অধিকাংশ সময় বাসায়ই থাকে। তবে সে কার সাথে কোথায় গেল, বা কে নিয়ে গেল তা জানা যায়নি।
নিখোঁজ নুজহাতের বাবা মো. মাহবুবুল আলম গতকাল বৃহস্পতিবার এই ঘটনায় পাঁচলাইশ থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন।

পূর্বকোণ/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট