পটিয়া পৌরসভায় অবস্থিত খলিলুর রহমান বালিকা উচ্চ বিদ্যালয়ের জন্য প্রাতিষ্ঠানিক বেতনে দুইজন ইংরেজি শিক্ষক ( স্নাতক) আবশ্যক। আগামী ২৫/০৭/২০২৪ইং তারিখ এর মধ্যে নিম্ন ঠিকানায় ২ কপি ছবি ও মোবাইল নম্বর সমেত এবং প্রয়োজনীয় সনদসহ আবেদনপত্র পাঠানোর জন্য অনুরোধ করা হল।- প্রধান শিক্ষক।
ডাক+থানা পটিয়া, জেলা-চট্টগ্রাম।