চট্টগ্রাম সোমবার, ০১ জুলাই, ২০২৪

সর্বশেষ:

টিলার মাটি কেটে জরিমানা গুনল ফটিকছড়ির একজন

নাজিরহাট সংবাদদাতা

২৮ জুন, ২০২৪ | ৫:০৭ অপরাহ্ণ

ফটিকছড়ির পাইন্দং ইউনিয়নের কাঞ্চননগর রাবার বাগানে (ডলু অংশে) টিলা থেকে মাটি কাটায় মো. নুরুল হক নামে একজনকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

 

শুক্রবার (২৮ জুন) দুপুর ১টায় উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. মেজবাহ উদ্দিন এই অর্থদণ্ড দেন।

 

তিনি জানান, ওই এলাকায় সরকারি ১ নম্বর খাস খতিয়ানভুক্ত টিলা থেকে অবৈধভাবে মাটি কাটার অপরাধে নুরুল হককে আটক করা হয়। আটক নুরুল হক দায় স্বীকার করায় তাকে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ (সংশোধন) আইন, ২০১০ অনুসারে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জনস্বার্থে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।

পূর্বকোণ/পিআর/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট