চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪

সর্বশেষ:

রামুতে কোরবানিকালে গরুর লাথিতে ১ জনের মৃত্যু

 রামু  সংবাদদাতা

১৭ জুন, ২০২৪ | ৯:৪৯ অপরাহ্ণ

কক্সবাজারের রামুতে কোরবানির পশু জবাই করতে গিয়ে গরুর লাথিতে একজনের মৃত্যু হয়েছে।সোমবার (১৭জুন) ঈদুল আযহার দিন রামু উপজেলা ঈদগড় ইউনিয়ন ৮নং ওয়ার্ডের কোদালিয়াকাটা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত নাম আব্দুল কাদের ওই এলাকার মৃত রামাদান করিমের ছেলে।

ঈদগড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফিরোজ আহমদ ভুট্টো জানান, ঈদের জামাত শেষে গ্রামে গরু কুরবানি করার সময় হঠাৎ গরুটি আব্দুল কাদেরের বুকে লাথি মারে। এতে কদের অচেতন হয়ে পড়েন। আাত্মীয়রা তাকে দ্রুত ঈদগড় মেডিকেল সেন্টারে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে কাদেরকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় ওই এলাকায় শোকের ছায়া নেমে আসে।

পূর্বকোণ/নিতীশ/আরআর/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট