চট্টগ্রাম নগরীর ইপিজেড এলাকায় ৫০০ গ্রাম গাঁজাসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলো- মো. আরফাতুল ইসলাম (১৯) ও মো. রাব্বি (১৯)।
শুক্রবার (২৪ মে) নগরীর ইপিজেড থানাধীন আকমলআলী খালপাড় এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
ইপিজেড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হোছাইন বলেন, আকমলআলী খালপাড় ছোট বালুর মাঠ গেট এলাকা থেকে দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে।
পূর্বকোণ/পিআর/এএইচ