কখ টাকা’ দামের স্যামসাং জেড ফোল্ড-৪ মডেলের মোবাইলটিতে চোখ বুলাচ্ছিলেন। জানানালা কাঁচ ছিল অর্ধেক নামানো। হঠাৎ এক ছিনতাইকারী গাড়ির রেইন প্রোটেক্টরে সজোরে আঘাত করে তার হাত থেকে ছিনিয়ে নিয়ে যায় সেই দামি ফোনটি। এরপর পল্টন থানায় তিনি একটি মামলা দায়ের করেন। কিন্তু ঘটনার পাঁচ মাস পরেও সেই ফোন উদ্ধার করতে পারেনি থানা পুলিশ। গ্রেফতার করা যায়নি সেই ছিনতাইকারীকেও।
পল্টন থানার পরিদর্শক (তদন্ত) সেন্টু মিয়া জানান, ফোনটি এখনও উদ্ধার হয়নি। আসামিও গ্রেফতার হয়নি। ফোন উদ্ধার ও আসামি গ্রেফতারের চেষ্টা চলছে।