চট্টগ্রামের লোহাগাড়ায় অবৈধভাবে কৃষিজমির টপসয়েল কেটে মাটি পাচার করার অভিযোগে মো. শাহজাহান নামে একব্যক্তিকে ১ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (১৮ মার্চ) উপজেলার আমিরাবাদ ইউনিয়নের পুরাতন বিওসি এলাকায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাজমুন লায়েল।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে অবৈধভাবে কৃষি জমির টপসয়েল কেটে মাটি পাচার করায় একজনকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। পরিবেশের ভারসাম্য রক্ষায় ও জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
পূর্বকোণ/পিআর/এএইচ