চট্টগ্রাম বুধবার, ১৫ জানুয়ারি, ২০২৫

লোহাগাড়ায় ট্রাকচাপায় বাইক আরোহীসহ নিহত ৩

লোহাগাড়া সংবাদদাতা

২২ জানুয়ারি, ২০২৪ | ৫:১৩ অপরাহ্ণ

চট্টগ্রামের লোহাগাড়ায় মালবাহী ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহীসহ তিন জন নিহত হয়েছেন। নিহতরা হলেন- একই এলাকার মৃত জালাল আহমেদের ছেলে নুরুল আবছার। অপর দুইজনের পরিচয় তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

 

সোমবার (২২ জানুয়ারি) বিকেলে উপজেলার পদুয়া ইউনিয়নের নয়াপাড়া এলাকায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

 

প্রত্যক্ষদর্শীরা জানান, চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে কক্সবাজারমুখী মালবোঝাই ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেলটি পিষ্ট হয়ে ট্রাকের সামনে চাকায় পড়ে যায়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহীসহ তিনজন নিহত হয়।

 

দোহাজারী হাইওয়ে থানার ইনচার্জ খান মুহাম্মদ ইরফান বলেন, দুর্ঘটনার পর ঘটনাস্থল থেকে বাইক ও ট্রাকটি থানা হেফাজতে নিয়ে আসা হয়। পরবর্তীতে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ হস্তান্তর করা হবে।

পূর্বকোণ/পিআর/এসি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট