চট্টগ্রাম শনিবার, ০৭ সেপ্টেম্বর, ২০২৪

সর্বশেষ:

কুতুবদিয়ায় টমটমের চাপায় প্রাণ গেল শিশুর

কুতুবদিয়া সংবাদদাতা

২২ জানুয়ারি, ২০২৪ | ৫:১১ অপরাহ্ণ

কক্সবাজারের কুতুবদিয়ায় টমটমের চাপায় সুস্মিতা নামের আড়াই বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। নিহত সুস্মিতা ওই ইউনিয়নের ধূপি পাড়ার সজীব শীলের মেয়ে।

 

সোমবার (২২ জানুয়ারি) সকাল সাড়ে ১১টার দিকে লেমশিখালী হাবিবুল্লার দোকান এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

 

প্রত্যক্ষদর্শী ও নিহতের পরিবার জানায়, সোমবার সকালে প্রতিবেশি শিশুদের সাথে বাড়ির উঠানে খেলায় নিমগ্ন ছিল শিশু সুস্মিতা। একপর্যায়ে পার্কিংয়ে রাখা মো. এরশাদের টমটম গাড়ির চাকায় চাপা পড়ে অজ্ঞান হয় শিশুটি। পরে ঘটনাস্থল থেকে উদ্ধার করে কুতুবদিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মো. শরিফুল ইসলাম শিশুটিকে মৃত ঘোষণা করেন।

 

ঘটনার সত্যতা নিশ্চিত করে কুতুবদিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম কবির জানান, নিহতের পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

পূর্বকোণ/পিআর/এসি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট