চট্টগ্রাম সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪

রাউজানে আবারও পুকুরে ডুবে শিশুর মৃত্যু

রাউজান সংবাদদাতা

৯ নভেম্বর, ২০২৩ | ১১:৫১ অপরাহ্ণ

চট্টগ্রামের রাউজানে পুকুরে ডুবে মো. সাখাওয়াত (২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার কদলপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের সাইর ফকির বাড়িতে এই ঘটনা ঘটে।

শিশু সাখাওয়াত ওই গ্রামের কাতার প্রবাসী রাশেদের ছেলে।

স্থানীয়রা জানান, শিশুটির মা ঘরের কাজে ব্যস্ত ছিলেন। সে খেলাধূলা করার কোন একসময় পুকুরে পড়ে যায়। এলাকার এক লোক হেঁটে যাওয়ার সময় পুকুরে শিশুটিকে ভাসতে দেখে তিনি উদ্ধার করেন। ধারনা করা হচ্ছে- শিশুটি পুকুরে অনেক আগে পড়ে গিয়েছিলেন। পরে তাকে উদ্ধার করে একটি বেসকারি হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। রাত সাড়ে ৯টায় তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় চেয়ারম্যান নিজাম উদ্দিন আহমদ চৌধুরী।

তিনি বলেন, পুকুরে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে বলে জানতে পেরেছি।

উল্লেখ্য, গত সোমবার উপজেলার বাগোয়ান ইউনিয়নের একটি গ্রামে পুকুরে ডুবে দুই বোনের মৃত্যু হয়।

পূর্বকোণ/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট