চট্টগ্রাম রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪

চমেক হাসপাতালে চোরাই মোবাইলসহ গ্রেপ্তার ২

নিজস্ব প্রতিবেদক

১০ সেপ্টেম্বর, ২০২২ | ১১:৩৮ অপরাহ্ণ

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চোরাই মোবাইলসহ দুই নারীকে আটক করেছে পুলিশ। শনিবার (১০ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার সময় চমেক মেডিকেলের পূর্ব গেইট থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন কক্সবাজারের মহেশখালীর মোহরি ডেইল এলাকার মৃত আজিম উদ্দিনের মেয়ে তাসলিমা আক্তার (২২) ও অপরজন হলেন একই এলাকার মৃত সেকান্দার আলীর মেয়ে রওশন আরা বেগম (৩৫)।

চমেক হাসপাতালের পুলিশ ফাড়ির সূত্রে জানা যায়, চমেক হাসপাতালের নিচ তলায় ন্যায্য মূল্যের ওষুধের দোকানে একজন রোগী ওষুধ কেনার সময় তাহার ভ্যানিটি ব্যাগ থেকে অজ্ঞাতসারে ৪৪ হাজার টাকা দামের Huawei ব্রান্ডের ১টি স্মার্ট ফোন এবং নগদ ২ হাজার ৩৮০ টাকা চুরি করে নিয়ে যায়। পরবর্তীতে অভিযোগ পেয়ে চমেক হাসপাতালে পূর্ব গেইট থেকে তাসলিমা আক্তার ও  রওশন আরা বেগমকে আটক করা হয়। পরে তাদের বিরুদ্বে পাঁচলাইশ থানায় মামলা লিপিবদ্ধ করা হয়েছে। 

 

পূর্বকোণ/রাজীব/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট