চট্টগ্রাম মঙ্গলবার, ২৯ এপ্রিল, ২০২৫

সর্বশেষ:

ঘোর
ছবি: সংগৃহীত

ঘোর

আহমেদ শরীফ শুভ

১৫ এপ্রিল, ২০২৫ | ১২:৩০ অপরাহ্ণ

আমাকে ডেকেছো তুমি তমসার ঘোরে

 

স্বপ্নেরা জেগেছিল যদিওবা
ভুলভাল চশমার কাচে
সেসব দূরের অতীতকথা
পারদ উঠেছে কবে
রিখটার হেলে দুলে ডানে বাঁয়ে গেছে
যাপনের রাত গেছে কাঁপনের পিঠে
পুরোনো হিসেব রেখে
খুঁজেছো অন্য নাবিক টকটকে আগুনের ভোরে

 

চারিদিক সুনশান!
কেউকি ভাসাতে আসে প্লাবনের তোড়ে?

 

আলোতে সলাজ তবু
তিমিরেই বেপরোয়া প্রিয় প্রাঙ্গণে
ঢেউ জাগে থৈথৈ নাভীমণ্ডলে
চকিতেই আসি আমি দৃষ্টির ঘেরে

 

ডেকে বলো, ‘দেরি কেন
নৌকো ভেড়াও দেখি আদিবন্দরে’

 

মোহনায় তুলে ঝড় পালে-মাস্তুলে
জ্বরের প্রলাপ ঝরে দাঁড়ধোয়া ফিনকির জলে।

 

পূর্বকোণ/ইব

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট