নবযাত্রা’র তৃতীয় বর্ষপূর্তি উপলক্ষে চট্টগ্রামের থিয়েটার ইনস্টিটিউটে শনিবার সন্ধ্যায় অনুষ্ঠিত হয়েছে গুণীজন সম্মাননা ও ‘এসো সুরের মূর্ছনায়’ শীর্ষক সঙ্গীতানুষ্ঠান।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় সাবেক ভিসি প্রফেসর ড. মোহীত উল আলম। প্রধান আলোচক ছিলেন বিশিষ্ট কণ্ঠশিল্পী রিয়াজ ওয়ায়েজ। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম কলেজের উপাধ্যক্ষ প্রফেসর সুব্রত বিকাশ বড়–য়া। শুভেচ্ছা বক্তব্য দেন সমীর ধর অপু। স্বাগত বক্তব্য দেন ডা. দীপন বৈদ্য। সভাপতিত্ব করেন কবি ও গিটারিস্ট দুর্জয় পাল। অনুষ্ঠান পরিক্রমায় প্রথম পর্বে নবযাত্রার গিটারিস্ট সমীর ধর অপু উদ্বোধনী দেশাত্মবোধক গানের সুর গিটারে পরিবেশন করেন। উদ্বোধনী বক্তব্য রাখেন প্রবীণ গিটারিস্ট ডা. বাবুল কান্তি সেনগুপ্ত। উদ্বোধন ঘোষণা করেন সভাপতি দুর্জয় পাল। শুরুতে গিটার বাজিয়ে শুনান ডা. দীপন বৈদ্য। এরপর গিটার পরিবেশন করেন শিল্পী দুর্জয় পাল, ডা. বাবুল সেনগুপ্ত, সমীর ধর অপু, মঞ্জুরুল হক মঞ্জু, ডা. সুজিৎ কুমার বিশ্বাস। বিজ্ঞপ্তি
পূর্বকোণ/এএইচ