ভরা মৌসুমে চড়া দামে বিক্রি হলেও বসন্তের আগমনে স্বস্তি ফিরেছে সবজির বাজারে। গত সপ্তাহে কমতে শুরু করা সবজির দাম চলতি সপ্তাহে আরও কমেছে। তবে সবজির দাম শুনে ক্রেতার মুখে ফুটে ওঠা খুশির ঝিলিক মুদি দোকান ও মাছ-মাংসের বাজারে গিয়ে ম্লান হয়ে যাচ্ছে। কারণ বাজারে মাছ, মাংসের বাজারে আগুন লাগা দাম। বাজারে আলু থেকে শুরু করে প্রায় সবজির দাম মানুষের হাতের নাগালে। তাই বলে কী মাছ মাংস কম খাবে মানুষ৷ তাহলে আমিষের চাহিদা মিটবে কী করে? আর আমিষের ঘাটতি থাকা মানেই নানাবিধ সমস্যার সম্মুখীন হতে হয় অসহায় মানুষগুলোর। মাছ-মাংসের দামও পূর্বের মতোই চড়া। বিভিন্ন বাজারে গরুর মাংস ৭৫০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। আর ব্রয়লার মুরগি ২০০-২২০ টাকা এবং সোনালিকা ৩৮০ টাকায় বিক্রি হতে দেখা যায়। ফার্মের লাল ডিমের ডজন ১৩০-১৪৫ টাকায় বিক্রি হচ্ছে। মাছের বাজারেও দরদামে বড় ধরনের কোনো পরিবর্তন নেই। রুই আকারভেদে ৩৮০-৫৫০, পাঙ্গাস ২২০-২৫০, তেলাপিয়া ১৮০-২২০ টাকা দরে বিক্রি হতে দেখা গেছে। আর ইলিশ- সে তো মহারাজের আসনে বসে আছে। মধ্যবিত্ত বা নিন্মবিত্তের আয়ত্তের বাইরে। সামনে রমজান। এমন অবস্থা চলতে থাকলে মানুষের না খেয়েই জীবন কাটাতে হবে। তাছাড়া মানুষের আয়ের চেয়ে এখন ব্যয় বেশি। এই নিম্ন আয়ে সংসার চালানো বেশিরভাগ পরিবারের জন্য দায় হয়ে পড়েছে। নিত্যপণ্যের অস্থির বাজার নিয়ন্ত্রণে নিয়মিত বাজার মনিটরিংয়ের দাবি জনগণের। এতে বিক্রেতারা ইচ্ছেমতো দাম বাড়ানোর সুযোগ পাবে না। জনমনে স্বস্তি ফিরে আসবে।
পূর্বকোণ/এএইচ