মহান বিজয় দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও সমাবেশ করেছে চট্টগ্রাম মহানগর যুবদল। নগর যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক এমদাদুল হক বাদশার নেতৃত্বে র্যালিটি চকবাজার থেকে শুরু হয়ে বিপ্লব উদ্যানে এসে শেষ হয়। এতে উপস্থিত ছিলেন নগর যুবদলের সাবেক সহ-সভাপতি নাসির উদ্দিন চৌধুরী নাসিম, সহ-গণশিক্ষা সম্পাদক আলাউদ্দিন, সহ-বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক শেখ কামাল আলম, চকবাজার থানা যুবদলের সাবেক আহ্বায়ক মোহাম্মদ সেলিম, বাকলিয়া থানা যুবদলের সাবেক আহ্বায়ক ইসমাইল হোসেন লেদু, চকবাজার থানা যুবদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. সোহেল, জাবেদুল হক, জাকির হোসেন, চকবাজার থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রিদওয়ানুল হক রিদু, চকবাজার থানা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক সাদ্দামুল হক, শফিউল বশর সাজু, এয়াকুব খান, শহিদুল ইসলাম শহীদ, মো. রায়হান, মো. মিজান, মো. দেলোয়ার প্রমুখ।
র্যালি পরবর্তী সমাবেশে এমদাদুল হক বাদশা বলেছেন, মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস মুছে দিয়ে মুক্তিযুদ্ধকে পারিবারিক সম্পদে পরিণত করেছিল আওয়ামী লীগ। স্বৈরাচারী হাসিনা ও তার দল তাদের বিরোধিতাকে মুক্তিযুদ্ধ ও রাষ্ট্রের বিরোধিতা হিসেবে উপস্থাপন করত। প্রকৃতপক্ষে স্বাধীনতার মহান ঘোষক শহীদ প্রেসিডেন্ট মেজর জিয়াউর রহমান সম্মুখ সমরে নেতৃত্ব দিয়ে দেশকে স্বাধীন করেছিলেন।
পূর্বকোণ/এএইচ