চট্টগ্রাম মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০২৪

সর্বশেষ:

চট্টগ্রামে যুবদলের সমাবেশ ও পদযাত্রা

বিজ্ঞপ্তি

১৭ নভেম্বর, ২০২৪ | ১:২৮ অপরাহ্ণ

চট্টগ্রাম নগর যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক এমদাদুল হক বাদশা নেতৃত্বে শনিবার (১৬ নভেম্বর) নগরীতের সমাবেশ ও পদযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
এতে মহানগর যুবদলের সাংগঠনিক সম্পাদক এমদাদুল হক বাদশা বলেন, চট্টগ্রাম শহরের বিপ্লব উদ্যানটি মুক্তিযুদ্ধের এক মহান স্মারক। দুই নম্বর গেটের বিপ্লব উদ্যান একটি ঐতিহাসিক স্থান। মানুষের মনে স্বাধীনতার স্মৃতি জাগ্রত রাখতে বিপ্লব উদ্যান করা হয়েছিল। কিন্তু পরে ক্রমাগতভাবে উদ্যানের পরিবেশ নষ্ট হয়েছে। বিপ্লব উদ্যান একটা নাগরিক গণপরিসর। আমাদের চাওয়া গণপরিসরকে সম্পূর্ণভাবে গণপরিসরই রাখা হোক। আমরা চাই না কোনোভাবেই এখানে কোনো বাণিজ্যিক প্রতিষ্ঠান তৈরি করা হোক।
উপস্থিত ছিলেন নগর যুবদল নেতা মো. আমিন উল্লাহ, নাছির উদ্দীন, সহ-সাংগঠনিক সম্পাদক কামাল উদ্দীন, নগর যুবদলের সাবেক গণশিক্ষাবিষয়ক সম্পাদক জসিম উদ্দীন, সহ-অর্থ সম্পাদক জিয়াউল হক মিন্টু , সাবেক তথ্য ও গবেষণাবিষয়ক সম্পাদক মো. আলাউদ্দিন, সাবেক বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক শেখ কামাল আলম, মো. আবদুল্লাহ আল মামুন জিতু, চকবাজার থানা যুবদলের সাবেক আহবায়ক মো. সেলিম, বাকলিয়া থানা যুবদলের সাবেক আহ্বায়ক ইসমাইল হোসেন লেদু, কোতোয়ালী থানা যুবদলের সাবেক সদস্য সচিব মো. হাসান, যুবদল নেতা জাবেদুল হক, মোস্তাকিম মাহমুদ, জাকির হোসেন, চকবাজার থানা যুবদলের সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক মো. সোহেল, চকবাজার থানা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক সাদ্দামুল হক, শফিউল বশর সাজু, ইয়াকুব খান, মো. জাহেদ, চকবাজার থানা ছাত্রদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি রাকিবুল হাসান, মো. শহিদ, মো. মিজান, মো. মাসুদ, রাজু আহমেদ প্রমুখ।মিছিলটি কাতালগঞ্জ থেকে শুরু হয়ে মুরাদপুর হয়ে ২ নম্বর গেট বিপ্লব উদ্যানে এসে শেষ হয়।

পূর্বকোণ/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট