চট্টগ্রাম বুধবার, ২৫ ডিসেম্বর, ২০২৪

‘স্বৈরাচারের দোসররা এখনো দেশকে অস্থিতিশীল করতে চাইছে’

বিজ্ঞপ্তি

২ নভেম্বর, ২০২৪ | ৩:৩০ অপরাহ্ণ

সন্ত্রাসী, নৈরাজ্য ও চাঁদাবাজির প্রতিবাদে ১৯ নম্বর দক্ষিণ বকলিয়া ওয়ার্ড বিএনপির উদ্যোগে শনিবার (১ নভেম্বর) বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। ওয়ার্ড বিএনপির সভাপতি হাজী নবাব খানের নেতৃত্বে মিছিলটি নয়া মসজিদ এলাকা থেকে শুরু হয়ে মিয়াখননগর ব্রিজ এলাকা গিয়ে সমাবেশের মাধ্যমে শেষ হয়। এতে উপস্থিত ছিলেন বিএনপি নেতা মঈনুদ্দিন পারভেজ, নূর আলম কালু, মুজিবুর রহমান, নাজমুল হক নাজু, সালাহউদ্দীন বাশু, জসিম উদ্দীন, ওমর ফারুক, জামাল উদ্দিন, শ্রমিক দল নেতা মো. ইউনুস, মো. বারেক, যুবদল নেতা মো. মানিক, আনিস, হৃদয়, জাব্বার, রশিদ, জামাল, সাজ্জাদ খান, কৃষক দলের আহ্বায়ক নুরলদীন খান, আইয়ুব খান, আলমগীর, খসরু প্রমুখ।
এতে প্রধান অতিথির বক্তব্যে হাজী নবাব খান বলেন, স্বৈরাচারের দোসররা এখনো দেশকে অস্থিতিশীল করতে চাইছে। কিন্তু প্রশাসনের কিছু লোক নীরব ভূমিকা পালন করছে। যারা দেশকে অস্থিতিশীল করতে চাইছে তাদের চিহ্নিত করে আইনের আওতায় আনা প্রয়োজন। -বিজ্ঞপ্তি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট