৩০ এপ্রিল, ২০১৯ | ২:২৭ পূর্বাহ্ণ
মুঠোফোন সেবা প্রতিষ্ঠান রবির ই-কমার্স প্লাটফর্মের পণ্য দেশজুড়ে ডেলিভারি করবে পেপারফ্লাই। চুক্তির আওতায় রবি আজিয়াটার ই-কমার্স উদ্যোগ রবিশপ এবং ডিজিরেড ডটশপের পণ্য ৬৪ জেলায় পৌছাবে সম্ভাবনাময় পণ্য ডেলিভারি প্রতিষ্ঠান পেপার ফ্লাই। সম্প্রতি প্রতিষ্ঠানের পক্ষে রবি আজিয়াটার রবি আজিয়াটা ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ শওকত কাদের চৌধুরী এবং পেপারফ্লাইয়ের চিফ মার্কেটিং অফিসার রাহাত আহমেদ চুক্তিতে স্বাক্ষর করেন। অনুষ্ঠানে, রবি আজিয়াটার রবির ডিজিটাল সার্ভিস ম্যানেজার আদনান ফিরোজ, ইনোভেশন স্পেশালিস্ট মোহাম্মদ রিয়াদ আরেফিন শুভ এবং পেপার ফ্লাইয়ের জেনারেল ম্যানেজার ইশতিয়াক আহসান উপস্থিত ছিলেন। -বিজ্ঞপ্তি
The Post Viewed By: 368 People