চট্টগ্রাম শনিবার, ২৭ জুলাই, ২০২৪

সর্বশেষ:

বিশ্বের সর্বোচ্চ বাঞ্জি জাম্পিং এবার মানালিতে

অনলাইন ডেস্ক

২৭ সেপ্টেম্বর, ২০১৯ | ৬:২৮ অপরাহ্ণ

হিমাচল প্রদেশের মানালিতে খুব শিগগিরই চালু হতে চলেছে বিশ্বের সর্বোচ্চ বাঞ্জি জাম্পিং। সাড়ে ১০ ফুট উচ্চতায় গভীর খাদে এই বাঞ্জি জাম্পিং করা হবে। হিমাচলকে এডভেঞ্চার পর্যটনের হাম হিসেবে গড়ে তুলতে চায় সরকার। তার জন্যই এই সর্বোচ্চ বাঞ্জি জাম্পিং চালু করা হতে চলেছে।

এডভেঞ্চার স্পোর্টসে সারা বিশ্ব থেকে পর্যটক আকর্ষণ করতে চায় কেন্দ্র। সেই কারণে এডভেঞ্চার স্পোর্টসে উচ্চতম এবং দীর্ঘতম-র তকমা পেতে আগ্রহী। মানালির এই বাঞ্জি জাম্পিং সাইটের দেখাশোনা করবে অটল বিহারী বাজপেয়ী ইনস্টিটিউট অফ মাউন্টেনিয়ারিং এন্ড এলায়েড স্পোর্টস। মাটি থেকে ৫৯৬ ফুট উচ্চতায় থাকবে জাম্পিং প্ল্যাটফর্ম। এর দায়িত্বে থাকা কর্নেল নীরজ রানা জানিয়েছেন যে গোটা বিশ্বে এত উঁচুতে আর কোনও বাঞ্জি জাম্পিং সাইট নেই। এখানে যে প্রযুক্তির ব্যবহার করা হবে, তা এখনও পর্যন্ত নিউজিল্যান্ড ও আমেরিকায় ব্যবহার করা হয়েছে। সূত্র: এই সময়।

পূর্বকোণ/টিএফ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট