চট্টগ্রাম শনিবার, ২৭ জুলাই, ২০২৪

সর্বশেষ:

ওয়ানডে সিরিজও জিতল কিশোররা

স্পোর্টস ডেস্ক

১৪ মে, ২০১৯ | ১:৩৩ পূর্বাহ্ণ

দীর্ঘ পরিসরের সংস্করণে সিরিজ জয়ের পর ওয়ানডে সিরিজেও পাকিস্তান অনূর্ধ্ব-১৬ দলকে হারিয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। গতকাল সোমবার তিন ম্যাচ সিরিজের দ্বিতীয়টিতে জয় এসেছে ১৭ রানে। তাতে ২-০তে এগিয়ে থাকল বাংলাদেশের কিশোররা। সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে আগামীকাল বুধবার।
খুলনায় প্রথম ম্যাচে ৮৯ রানের দাপুটে জয়ের পর সোমবার সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে সফরকারী দলকে স্বাগতিকরা হারায় কঠিন লড়াইয়ের পর। শেখ আবু নাসের স্টেডিয়ামে বাংলাদেশের কিশোরদের দেয়া ২৬০ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে ৫০ ওভার খেলে ৯ উইকেট হারিয়ে ২৪২-এর বেশি তুলতে পারেনি পাকিস্তান। টস জিতে ব্যাটিংয়ে নেমে মফিজুল ইসলাম রবিন ও আইচ মোল্লার ফিফটিতে ৫০ ওভারে সাত উইকেট হারিয়ে ২৫৯ রান তোলে বাংলাদেশ। দলীয় সংগ্রহ আড়াইশ পার করতে দারুণ ভূমিকা রাখেন মাহফুজুর রহমান রাব্বি। ৩৪ বল খেলে ৪৪ রানে অপরাজিত থাকেন ব্যাটসম্যান। জবাবে পাকিস্তানি ওপেনার সামির সাকিবের ফিফটিতে (৫৫) লক্ষ্যের কাছাকাছি যেতে পারে সফরকারীরা। বল হাতেও মাহফুজুর জ্বলে উঠলে পাকিস্তান কিশোরদের সম্ভাবনা শেষ হয়ে যায়। মাহফুজুর তিনটি ও আশিকুর রহমান নেন দুটি উইকেট। সফরের শুরুতে ফতুল্লায় প্রথম তিন দিনের ম্যাচে বাংলাদেশের কাছে ৫ উইকেটে হার মানে পাকিস্তান। খুলনায় দ্বিতীয় ও শেষ তিন দিনের ম্যাচটি ড্র করলে সিরিজ নিজেদের করে নেয় ইয়াং টাইগাররা।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট