চট্টগ্রাম শনিবার, ২৭ জুলাই, ২০২৪

সর্বশেষ:

এলিট প্লেয়ার্স স্কিল ক্যাম্পে ইমরুল-বিজয়রা

স্পোর্টস ডেস্ক

১৩ মে, ২০১৯ | ১:১০ পূর্বাহ্ণ

মিরপুরে গতকাল শুরু হয়েছে বিসিবির ‘এলিট’ খেলোয়াড়দের স্কিল ক্যাম্প। এই ক্যাম্পের জন্য ডাক পেয়েছেন ২৪ জন ক্রিকেটার। ঢাকা প্রিমিয়ার লিগে ভালো খেলা ক্রিকেটাররাই মূলত এই ক্যাম্পের জন্য ডাক পেয়েছেন। যাদের বেশিরভাগেরই জাতীয় দলে খেলার অভিজ্ঞতা আছে। আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজ খেলতে যাওয়া ফরহাদ রেজা ও তাসকিন আহমেদও আছেন এই ক্যাম্পে। আয়ারল্যান্ড থেকে দেশে ফিরে তারা ক্যাম্পে যোগ দেবেন। এই ক্যাম্পে ব্যাটিং কোচ হিসেবে থাকছেন মিজানুর রহমান বাবুল। তিনি জানালেন ক্যাম্পের উদ্দেশ্য, ‘বিশ্বকাপে যদি কারো ইনজুরি হয়, তখন যাতে এখান থেকে একজন ব্যাকআপ হিসেবে যেতে পারে। ভবিষ্যতে ‘এ’ দল হতে পারে, সেখানে এখান থেকে খেলোয়াড় যেতে পারে। আসলে যারা প্রিমিয়ার লিগে ভালো খেলেছে, এই দলটি তাদের নিয়েই গড়া হয়েছে।’ এই ক্যাম্প খেলোয়াড়দের বেশ কাজে লাগবে বলেই মনে করেন মিজানুর, ‘স্কিল ট্রেনিংটাই বেশি গুরুত্ব পাবে। তাদের পারফরম্যান্স ফাইন টিউনিং করাটাই মূল উদ্দেশ্য। এটা বোর্ডের একটা ভালো উদ্যোগ। কারণ এ ধরনের উদ্যোগ আগে নেওয়া হয়নি। আমার মনে হয় এটা খেলোয়াড়দের কাজে লাগবে।’ এই ক্যাম্পে কোচ হিসেবে থাকছেন ওয়াহিদুল গনি। পেস বোলিংটা দেখবেন জাতীয় দলের প্রাক্তন পেসার তালহা জুবায়ের। চম্পাকা রমানায়েকেও সাহায্য করবেন তাদের। ক্যাম্প চলবে আগামী ৩০ মে পর্যন্ত।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট