চট্টগ্রাম বুধবার, ২৮ জানুয়ারি, ২০২৬

সর্বশেষ:

এবার সুখবর পেলেন মুস্তাফিজ

এবার সুখবর পেলেন মুস্তাফিজ

অনলাইন ডেস্ক

২৮ জানুয়ারি, ২০২৬ | ৮:৩৮ অপরাহ্ণ

বাংলাদেশের বাঁহাতি পেসার মুস্তাফিজুর রহমান টি-২০ বোলিং র‌্যাঙ্কিংয়ে উন্নতি করেছেন। আইসিসির সর্বশেষ টি-২০ বোলিং র‍্যাঙ্কিংয়ে এক ধাপ এগিয়ে সাতে উঠেছেন তিনি।

নতুন হালনাগাদ হওয়া র‌্যাঙ্কিংয়ে কাটার মাস্টার খ্যাত ফিজের রেটিং পয়েন্ট ৬৫। বোলিংয়ে সেরা দশে আরও কিছু জায়গায় পরিবর্তন এসেছে। বড় উন্নতি করেছেন আফগান স্পিনার মুজিব উর রহমান। পাঁচ ধাপ এগিয়ে তিনি এখন র‍্যাঙ্কিংয়ের নয়ে।

এক ধাপ এগিয়ে পাঁচ নম্বরে উঠেছেন পাকিস্তানের লেগ স্পিনার আবরার আহমেদ। এক ধাপ উন্নতি করে নয় থেকে আটে এসেছেন অস্ট্রেলিয়ার নাথান এলিস। তবে র‍্যাঙ্কিংয়ের সেরা চারে কোনো পরিবর্তন হয়নি।

সেরা অবস্থান ধরে রেখেছেন ভারতের লেগ স্পিনার বরুণ চক্রবর্তী। দ্বিতীয় স্থানে আছেন আফগান লেগি রশিদ খান। লঙ্কান লেগি ওয়ানিন্দু হাসারাঙ্গা তৃতীয় স্থানে জায়গা ধরে রেখেছেন। চতুর্থ স্থানে রয়েছেন নিউজিল্যান্ডের পেসার জ্যাকব ডাফি। টি-২০’র বোলিং র‌্যাঙ্কিংয়ে লেগ স্পিনারদের জয়জয়কার।

 

পূর্বকোণ/কায়ছার/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট