চট্টগ্রাম শনিবার, ২৪ জানুয়ারি, ২০২৬

বাংলাদেশ যদি ভারতে খেলতে না আসে, এটা তাদেরই ক্ষতি: আজহারউদ্দিন

বাংলাদেশ যদি ভারতে খেলতে না আসে, এটা তাদেরই ক্ষতি: আজহারউদ্দিন

স্পোর্টস ডেস্ক

২৪ জানুয়ারি, ২০২৬ | ১১:৩১ পূর্বাহ্ণ

ভারতের সাবেক অধিনায়ক মোহাম্মাদ আজহারউদ্দিন বলেছেন, ভারতের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন তোলার কোনো অবকাশ নেই। বাংলাদেশের দুর্ভাবনার কারণও বুঝতে পারছি না বরং ভারতে খেলতে না গেলে ক্ষতিটা বাংলাদেশেরই।

 

ভারতে বিশ্বকাপ না খেলতে বাংলাদেশের অনড় অবস্থান নিয়ে আজহার নিজের ভাবনা জানিয়েছেন বার্তা সংস্থা এএনআইকে। ৬২ বছর বয়সী সাবেক এই ক্রিকেটারের মতে, তার দেশের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্নের কিছু নেই। জানি না তারা আসবে নাকি আসবে না। যদি তারা না আসে, এটা তাদের ক্ষতি। আমাদের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে তারা অভিযোগ জানাতে পারে না। অনেক আন্তর্জাতিক ম্যাচ হচ্ছে, কোনো দল অভিযোগ করেনি। কাজেই তারা না এলে এটা তাদের ক্ষতি, তাদের ক্রিকেটারদের ক্ষতি। এটাই আমার বলার আছে। এর বেশি কিছু বলার নেই। আমাদের দেশ খুবই নিরাপদ। তারা বলছে নিরাপত্তার সমস্যা। কিন্তু অনেক দলই খেলছে এখানে, নিউজিল্যান্ড খেলছে, কদিন আগে দক্ষিণ আফ্রিকা খেলে গেছে। আমি তো কোনো সমস্যা দেখি না। তারা না এলে এটা তাদের সমস্যা।

 

নিজেদের ম্যাচগুলি শ্রীলঙ্কায় খেলতে চাওয়া নিয়ে বিসিবির দাবির প্রসঙ্গে আজহার বল ঠেলে দিলেন আইসিসির কোর্টে। তবে বাস্তবে না পরিবর্তন সম্ভব না, সেটিও তুলে ধরলেন। এটা আইসিসির ব্যাপার, আইসিসিই ঠিক করবে। টি-টোয়েন্টি বিশ্বকাপ আইসিসির টুর্নামেন্ট, তারাই উপযুক্ত সিদ্ধান্ত নেবে। তারা তো ম্যাচ এখানে-সেখানে বদল করতে পারে না। ম্যাচের সূচি এর মধ্যেই হয়ে গেছে, ড্র হয়ে গেছে। এখন তো ম্যাচ সরিয়ে নেওয়া কঠিন।

 

বাংলাদেশের ক্রিকেটারদের সঙ্গে গত বৃহস্পতিবার বৈঠকের পর নিজেদের অবস্থান উল্লেখ করে আবার আইসিসিতে চিঠি দিয়েছে বিসিবি। তাকে কাজ হওয়ার সম্ভাবনা নেই বললেই চলে। আইসিসির চূড়ান্ত ঘোষণা চলে আসতে পারে যে কোনো মুহূর্তেই।

পূর্বকোণ/পিআর

শেয়ার করুন