
ভারতে অনুষ্ঠিতব্য টি–টোয়েন্টি বিশ্বকাপে খেলতে না যাওয়ার সিদ্ধান্ত পুনর্ব্যক্ত করেছে বাংলাদেশ।
আজ শনিবার ঢাকায় এসে বিসিবির সঙ্গে বৈঠক করেন আইসিসির ইন্টিগ্রিটি ইউনিটের জেনারেল ম্যানেজার অ্যান্ড্রু এফগ্রেভ। একই বৈঠকে অনলাইনে যুক্ত ছিলেন আইসিসির ইভেন্টস অ্যান্ড করপোরেট কমিউনিকেশনস বিভাগের জেনারেল ম্যানেজার গৌরব সাক্সেনা।
বিসিবির সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৈঠকে টি–টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণসংক্রান্ত বিভিন্ন বিষয় আলোচনা হয়েছে। বিসিবি আনুষ্ঠানিকভাবে আবারও বাংলাদেশের ম্যাচগুলো শ্রীলঙ্কায় স্থানান্তরের অনুরোধ জানায়। একই সঙ্গে দল, সমর্থক, গণমাধ্যমকর্মী ও সংশ্লিষ্ট সবার নিরাপত্তা নিয়ে সরকারের উদ্বেগের বিষয়টিও আইসিসির কাছে তুলে ধরা হয়।
ন্যূনতম লজিস্টিক পরিবর্তনের মাধ্যমে সমাধানের উপায় হিসেবে বাংলাদেশকে ভিন্ন গ্রুপে রাখার সম্ভাবনাও আলোচনায় এসেছে বলে জানানো হয়েছে। বৈঠকে বিসিবির পক্ষে উপস্থিত ছিলেন সভাপতি আমিনুল ইসলাম, সহ-সভাপতি মো. সাখাওয়াত হোসেন ও ফারুক আহমেদ, পরিচালক নাজমুল আবেদীন এবং প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী।
বোর্ড সূত্র জানায়, আইসিসির প্রতিনিধিরা বিষয়টি শুনলেও এখনই চূড়ান্ত সিদ্ধান্ত জানাননি। আইসিসি সভাপতি জয় শাহর সঙ্গে আলোচনা করে দ্রুত সিদ্ধান্ত দেওয়ার কথা বলা হয়েছে।
পূর্বকোণ/কায়ছার /পারভেজ