চট্টগ্রাম শুক্রবার, ১৬ জানুয়ারি, ২০২৬

সর্বশেষ:

নোয়াখালীকে বিদায় করে শীর্ষে চট্টগ্রাম

অনলাইন ডেস্ক

১৬ জানুয়ারি, ২০২৬ | ৭:৪৮ অপরাহ্ণ

বিসিবি পরিচালক এম নাজমুল ইসলামের পদত্যাগ দাবিতে বৃহস্পতিবার ক্রিকেটারদের বয়কটে মাঠেই গড়ায়নি বিপিএল। অবশেষে সেই ম্যাচগুলি শুক্রবার মাঠে গড়িয়েছে। মিরপুরে শুরুর ম্যাচে নোয়াখালী এক্সপ্রেসকে ৫ উইকেটে হারিয়েছে চট্টগ্রাম রয়্যালস। এই হারে টুর্নামেন্ট থেকে বিদায় নিশ্চিত হয়েছে নবাগত দলটির। অপর দিকে ৮ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে শীর্ষে চলে এসেছে আগেই প্লে-অফ নিশ্চিত করা চট্টগ্রাম। 

টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে শুরু থেকেই চট্টগ্রামের বোলিং আক্রমণে চাপে পড়ে নোয়াখালী। বিশেষ করে বাঁহাতি পেসার শরিফুল ইসলাম ছিলেন অসাধারণ। মাত্র ৩.৫ ওভারে মেডেনসহ ৯ রানে ৫ উইকেট নিয়ে নোয়াখালীর ব্যাটিং লাইনআপ গুঁড়িয়ে দিয়েছেন। গুরুত্বপূর্ণ সময়ে উইকেট তুলে নিয়ে প্রতিপক্ষকে কখনোই দাঁড়াতে দেননি শরিফুল। তাই ম্যাচসেরাও ছিলেন তিনি। হাসান ইসাখিলকে (২৫) ফেরানোর পর শেষ দিকের ব্যাটারদেরও দ্রুত বিদায় করে নোয়াখালীকে ১৮.৫ ওভারে ১২৬ রানে অলআউট করতে অবদান রাখেন তিনি।

সহজ লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা ভালো হয়নি চট্টগ্রামের। পাওয়ারপ্লের মধ্যেই ২৯ রানে ৪ উইকেট হারিয়ে চাপে পড়ে তারা। ইহসানউল্লাহ ২৩ রানে ২ উইকেট নিয়ে শুরুতেই ব্যাটারদের অস্বস্তিতে ফেলেন। একপর্যায়ে ৬৯ রানে চট্টগ্রামের ৫ উইকেট তুলে আবার ম্যাচে ফেরার আশা দেখছিল নোয়াখালী। কিন্তু সেখান থেকে অধিনায়ক মেহেদী হাসান দায়িত্বশীল ব্যাটিংয়ে ইনিংসের নিয়ন্ত্রণ নেন। ৩৬ বলে অপরাজিত ৪৯ রানের ইনিংস খেলেন তিনি। তাতে ছিল চারটি চার ও দুটি ছক্কার মার। তার সঙ্গে ৩৬ রানে অপরাজিত থেকে জয়ের পথে অবদান রাখেন আসিফ আলী। ষষ্ঠ উইকেটে দুজনের অবিচ্ছিন্ন ৫৯ রানের জুটিতে ১৮ বল হাতে রেখে ৫ উইকেটের জয় নিশ্চিত করে চট্টগ্রাম রয়্যালস।

 

পূর্বকোণ/আরআর/পারভেজ

শেয়ার করুন