চট্টগ্রাম বুধবার, ১৪ জানুয়ারি, ২০২৬

সর্বশেষ:

৮ গোলের প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ  ম্যাচে ভারতকে রুখে দিল বাংলাদেশ 
সংগৃহীত

৮ গোলের প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ  ম্যাচে ভারতকে রুখে দিল বাংলাদেশ 

১৪ জানুয়ারি, ২০২৬ | ৮:১৫ অপরাহ্ণ

সাফ ফুটসাল চ্যাম্পিয়নশিপে ম্যাচের প্রথম আসরে শক্তিশালী ভারতকে রুখে দিয়েছে লাল-সবুজের বাংলাদেশ। দুই দলের ৮ গোলের ম্যাচটি শেষ হয়েছে ৪-৪ সমতায়। এ সময় মইন আহমেদ ও অধিনায়ক রাহবার খান জোড়া গোল করেন। 

থাইল্যান্ডের ব্যাংককে বুধবার প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচে শুরুতে দুবার বাংলাদেশ এগিয়ে যায়। শুরুতে রাহবার খানের পাস থেকে গোল করেন মঈন আহমেদ। এরপর আনমোল অধিকারী ভারতের হয়ে স্কোর ১-১ করেছেন। রাহবার খান হাফটাইমের আগে মঈনের পাসে গোল করে স্কোর করেন ২-১।

ভারতের লালসোয়ামপুইয়ার শট বাংলাদেশের একজনের পায়ে লেগে গোল হলে ম্যাচে ২-২ সমতা আসে।
বিরতির পর আরও চার গোল হয়েছে। ভারত শুরুতে লালরিনজুয়ালার পাস থেকে হেডে রোলুয়াপুইয়ার গোলে এগিয়ে যায় (৩-২)। এদিকে ইনতিশারের পাসে ও মইন আহমেদের শটে বাংলাদেশের স্কোর হয় ৩-৩।

রোলুয়াপুইয়া আবার গোল করে ভারতকে এগিয়ে দেন। কিন্তু বাংলাদেশ হাল ছাড়েনি। আনমোল অধিকারীর পা থেকে বল ছিনিয়ে নিয়ে রাহবার খান ডান পায়ের জোরালো শটে জাল কাঁপান। তাতে এক পয়েন্ট নিশ্চিত হয় বাংলাদেশের।

শেষ পর্যন্ত দু’দলই জয় আনতে পারেনি, ফলে ম্যাচ সমতায় শেষ হয়।

১৮ জানুয়ারি লিগ পর্বে বাংলাদেশ মুখোমুখি হবে ভুটানের।

 

পূর্বকোণ/পারভেজ

শেয়ার করুন