চট্টগ্রাম সোমবার, ১২ জানুয়ারি, ২০২৬

সর্বশেষ:

আইসিসি জানিয়েছে বিশ্বকাপে মুস্তাফিজ থাকলে দলের নিরাপত্তা ঝুঁকি বাড়বে: আসিফ নজরুল

আইসিসি জানিয়েছে বিশ্বকাপে মুস্তাফিজ থাকলে দলের নিরাপত্তা ঝুঁকি বাড়বে: আসিফ নজরুল

অনলাইন ডেস্ক

১২ জানুয়ারি, ২০২৬ | ৭:১৪ অপরাহ্ণ

অন্তর্বর্তী সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল জানিয়েছেন, আইসিসির নিরাপত্তা বিভাগ থেকে বিসিবিকে পাঠানো এক চিঠিতে ভারতে অনুষ্ঠেয় বিশ্বকাপে বাংলাদেশের দলের নিরাপত্তা নিয়ে তিনটি ঝুঁকির কথা উল্লেখ করা হয়েছে। এর মধ্যে একটি হলো বিশ্বকাপ দলে পেসার মুস্তাফিজুর রহমানের অন্তর্ভুক্তি।

আজ সোমবার ( ১২ জানুয়ারি ) বাফুফে ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি বলেন, আইসিসির এমন বক্তব্য সম্পূর্ণ অযৌক্তিক ও উদ্ভট। দলের সেরা বোলারকে বাদ দিয়ে বিশ্বকাপ দল গঠন করা বাস্তবসম্মত কোনো প্রত্যাশা হতে পারে না।

চিঠিতে আরও বলা হয়েছে, বাংলাদেশের সমর্থকদের জার্সি পরে ঘোরাফেরা এবং দেশের জাতীয় নির্বাচন এগিয়ে আসাও নিরাপত্তা ঝুঁকি বাড়াতে পারে। এসব যুক্তিকে অবাস্তব আখ্যা দিয়ে আসিফ নজরুল বলেন, খেলার স্বার্থে সমর্থকদের জার্সি পরা বন্ধ করা বা নির্বাচন পিছিয়ে দেওয়ার দাবি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

তিনি আরও জানান, ভারতে বিরাজমান সাম্প্রদায়িক উত্তেজনা ও বাংলাদেশবিরোধী পরিবেশের কারণে সেখানে ক্রিকেট খেলা কঠিন হয়ে পড়েছে। এ অবস্থায় আইসিসি যদি সত্যিই একটি গ্লোবাল সংস্থা হয়, তবে ভারতের প্রভাবের বাইরে গিয়ে বাংলাদেশের ম্যাচ শ্রীলঙ্কায় আয়োজনের সুযোগ দেওয়া উচিত। তিনি স্পষ্ট করে বলেন, যেখানে একজন খেলোয়াড়ের নিরাপত্তা নিশ্চিত করা যায় না, সেখানে খেলার বিষয়ে বাংলাদেশ কোনো আপস করবে না।

পূর্বকোণ/কায়ছার/পারভেজ

শেয়ার করুন