চট্টগ্রাম বুধবার, ০৭ জানুয়ারি, ২০২৬

আলোচনার মাঝেই ফুরফুরে মেজাজে মুস্তাফিজুর

আলোচনার মাঝেই ফুরফুরে মেজাজে মুস্তাফিজুর

অনলাইন ডেস্ক

৬ জানুয়ারি, ২০২৬ | ৯:৩৫ অপরাহ্ণ

মুস্তাফিজুর রহমানকে ঘিরে গত কয়েকদিন ধরে তোলপাড় বিশ্ব ক্রিকেট। বাংলাদেশ ও ভারতে যার আঁচ সবচেয়ে বেশি। যাকে ঘিরে লঙ্কাকাণ্ড চারদিকে, সেই মুস্তাফিজ অবশ্য আছেন ফুরফুরে মেজাজে। মাঠে নামছেন, দলের প্রয়োজনে জ্বলে উঠছেন, জয়ে অবদান রাখছেন।

টিম বাসে বসে তার গান শোনার ভিডিও ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল। বিপিএলে রংপুর রাইডার্সের জার্সিতে মাঠ মাতানো মুস্তাফিজ পেয়েছেন অবসর।

বিপিএলে আজ মঙ্গলবার (৬ জানুয়ারি) কোনো ম্যাচ নেই। আগামীকাল ও পরশুর সূচি অনুযায়ী খেলা নেই রংপুরের। তিনদিনের ছুটিই পেয়েছেন বলা চলে।

এমন অবসরে ফেসবুকে একটি ছবি পোস্ট করেছেন মুস্তাফিজ। ছবিতে দেখা যাচ্ছে, তার দৃষ্টি দূরে। ক্যাপশনে লিখেছেন, ‘মাঠে চোখ, নজর জয়ে।’

রংপুর রাইডার্সের হয়ে বিপিএল খেলছেন মুস্তাফিজ। মাঠের খেলায় দারুণ ছন্দও দেখাচ্ছেন ফিজ। দলটির হয়ে দারুণ বোলিং করে যাচ্ছেন তিনি। ভারতীয় বোর্ডের নির্দেশে কলকাতা নাইট রাইডার্স যেদিন স্কোয়াড থেকে ছেড়ে দিল ফিজকে, এর পর দিনই বিপিএলে বিশ্ব ক্রিকেটে মুস্তাফিজুর রহমানকে ঘিরে গত কয়েকদিন ধরেই আলোচনার ঝড়। বাংলাদেশ ও ভারতে যার রেশ সবচেয়ে বেশি। তবে এত সব আলোচনা-সমালোচনার মাঝেও ফুরফুরে মেজাজেই আছেন ‘কাটার মাস্টার’। মাঠে নামছেন, দলের প্রয়োজনে জ্বলে উঠছেন এবং জয়ে রাখছেন গুরুত্বপূর্ণ অবদান।

বিপিএলে রংপুর রাইডার্সের হয়ে খেলছেন মুস্তাফিজ। মঙ্গলবার ম্যাচ না থাকায় অবসরের সময়টুকু উপভোগ করছেন তিনি। এই ফাঁকে ফেসবুকে একটি ছবি পোস্ট করেছেন জাতীয় দলের এই পেসার। ছবিতে দূরে তাকিয়ে থাকতে দেখা যায় তাকে। ক্যাপশনে লিখেছেন— ‘মাঠে চোখ, নজর জয়ে।’ যা তার আত্মবিশ্বাসী মানসিকতারই ইঙ্গিত দিচ্ছে।

ভারতীয় বোর্ডের নির্দেশে কলকাতা নাইট রাইডার্স স্কোয়াড ছাড়ার পরদিনই বিপিএলে ডেথ ওভারে দুর্দান্ত বোলিং করে আলোচনায় আসেন মুস্তাফিজ। শেষ ওভারে ১০ রান ডিফেন্ড করে রংপুরকে এনে দেন নাটকীয় জয়।

সেদিন ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে রংপুর অধিনায়ক নুরুল হাসান সোহানও জানান, বাইরের কোনো চাপই প্রভাব ফেলছে না মুস্তাফিজকে, তিনি আছেন একদম ‘বিন্দাস’।

 

পূর্বকোণ/কায়ছার/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট