চট্টগ্রাম রবিবার, ০৪ জানুয়ারি, ২০২৬

সর্বশেষ:

‘এটি ভারতের হিন্দুদের জয়’-মোস্তাফিজকে আইপিএলে বাদ দেওয়ার পর সংগীত সোম

‘এটি ভারতের হিন্দুদের জয়’-মোস্তাফিজকে আইপিএলে বাদ দেওয়ার পর সংগীত সোম

অনলাইন ডেস্ক

৩ জানুয়ারি, ২০২৬ | ৮:০৩ অপরাহ্ণ

বাংলাদেশের পেসার মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার সিদ্ধান্তে ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআইকে ধন্যবাদ জানিয়েছেন বিজেপির নেতা ও কয়েকজন ধর্মীয় গুরু। বিজেপি নেতা সংগীত সোম এই সিদ্ধান্তকে আখ্যা দিয়েছেন ‘পুরো ভারতের হিন্দুদের জয়’ হিসেবে।

বার্তা সংস্থা এএনআইকে সংগীত সোম বলেন, ১০০ কোটি সনাতনী হিন্দুর আবেগ-অনুভূতিকে গুরুত্ব দিয়েই বিসিসিআই এই সিদ্ধান্ত নিয়েছে। তিনি কেকেআরের মালিক শাহরুখ খানকে ইঙ্গিত করে বলেন, ভারতে থেকে সনাতনীদের বিরুদ্ধে অবস্থান নেওয়া উচিত নয়।

উত্তর প্রদেশের মন্ত্রী ও বিজেপি নেতা নরেন্দ্র কাশ্যপও বিসিসিআইয়ের সিদ্ধান্তকে স্বাগত জানান। একইসঙ্গে আধ্যাত্মিক গুরু দেবকীনন্দন ঠাকুর এই সিদ্ধান্তের প্রশংসা করে শাহরুখ খানের নীরবতা নিয়ে প্রশ্ন তোলেন।

এর আগে আইপিএলের ৮ আসরে ৫ দলের হয়ে খেলেছেন মোস্তাফিজ। ২০২৬ নিলামে তাঁকে ৯ কোটি ২০ লাখ রুপিতে দলে নিয়েছিল কলকতা নাইট রাইডার্স।

 

পূর্বকোণ/কায়ছার/পারভেজ

শেয়ার করুন