
আইপিএলে আট মৌসুম খেলার অভিজ্ঞতা থাকলেও এবারই প্রথম এমন পরিস্থিতির মুখে পড়লেন মুস্তাফিজুর রহমান। ২০২৬ আইপিএলে রেকর্ড পারিশ্রমিকে কলকাতা নাইট রাইডার্সে নাম লেখানোর পর থেকেই ভারতের উগ্র হিন্দুত্ববাদী রাজনৈতিক নেতাদের হুমকির মুখে পড়েন এই বাংলাদেশি পেসার। শেষ পর্যন্ত সেই চাপেই বিসিসিআইয়ের নির্দেশে তাকে ছেড়ে দেয় কেকেআর।
এই সিদ্ধান্তে ক্ষোভ প্রকাশ করেছেন ভারতের সাবেক বিশ্বজয়ী ক্রিকেটার মদন লাল। ইন্ডিয়া টুডেকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, বিসিসিআইয়ের সিদ্ধান্তকে কেউ চ্যালেঞ্জ করতে পারে না, এমনকি শাহরুখ খানও নন। খেলাধুলায় রাজনীতির অনুপ্রবেশ নিয়ে তিনি গভীর উদ্বেগ প্রকাশ করেন।
মুস্তাফিজের পাশে দাঁড়িয়েছেন কংগ্রেস সাংসদ শশী থারুর। তার মতে, বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতনের অভিযোগের সঙ্গে ক্রিকেটারকে জড়ানো অর্থহীন। মুস্তাফিজ কোনো ঘৃণা ছড়াননি বা সহিংসতাকে সমর্থন করেননি। তিনি সতর্ক করে বলেন, এভাবে প্রতিবেশী দেশগুলোকে দূরে ঠেলে দিলে ভবিষ্যতে কেউই ভারতে খেলতে আসবে না।
এর আগে শিবসেনা নেতা সঞ্জয় নিরুপম, বিজেপি নেতা সঙ্গীত সোম এবং এক ধর্মীয় নেতার পক্ষ থেকে মুস্তাফিজকে নিয়ে প্রকাশ্য হুমকি দেওয়া হয়। এসবের প্রেক্ষিতেই বিসিসিআই কেকেআরকে তাকে দল থেকে বাদ দেওয়ার নির্দেশ দেয়।
পূর্বকোণ/পারভেজ